SIR in Bengal: ‘অনিচ্ছাকৃত ভুল’ শুধরে নিতে বিএলও-দের বার্তা কমিশনের, বেঁধে দিল সময়
BLO: বিএলও-দের দাবি মেনে এনুমারেশন ফর্ম দেওয়া ও সংগ্রহের জন্য এক সপ্তাহ বাড়িয়েছে কমিশন। ৪ ডিসেম্বরের বদলে এখন ১১ ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ করা যাবে। এবার ওই ১১ ডিসেম্বরের মধ্যেই এসআইআর-এ অনিচ্ছাকৃত ভুল শুধরে নেওয়ার জন্য বিএলও-দের বার্তা দিল কমিশন।

কলকাতা: কাজের চাপ নিয়ে একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিএলও-দের একাংশ। আবার বিএলও-দের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। মৃত, অবৈধ ও স্থানান্তরিত ভোটারদের নাম রেখে দেওয়া হচ্ছে বলে সরব হয়েছে বিজেপি। এই আবহে বিএলও-দের বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় অনিচ্ছাকৃত ভুল শুধরে নেওয়ার জন্য বিএলও-দের কমিশন সময় দিল। সেই সময়ের মধ্যে অনিচ্ছাকৃত ভুল শুধরে নিলে সংশ্লিষ্ট বিএলও-দের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু, ওই সময়ের পর গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট বিএলও-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিল কমিশন।
অনিচ্ছাকৃত ভুল শুধরে নিতে বিএলও-দের কতদিন সময় দিল কমিশন?
বিএলও-দের দাবি মেনে এনুমারেশন ফর্ম দেওয়া ও সংগ্রহের জন্য এক সপ্তাহ বাড়িয়েছে কমিশন। ৪ ডিসেম্বরের বদলে এখন ১১ ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ করা যাবে। এবার ওই ১১ ডিসেম্বরের মধ্যেই এসআইআর-এ অনিচ্ছাকৃত ভুল শুধরে নেওয়ার জন্য বিএলও-দের বার্তা দিল কমিশন। বিএলও-রা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত নিজেদের গলদ পরীক্ষা করে শুধরে নিলে সেটা অনিচ্ছাকৃত ভুল বলে ধরা হবে। কিন্তু সেটা না হলে, এরপর তাঁদের ভুল নজরে এলে সেটা ইচ্ছাকৃত ভুল কিংবা গাফিলতি বলে ধরবে কমিশন। ১১ ডিসেম্বরের পরে এক্ষেত্রে পদক্ষেপ করবে কমিশন। সিইও দফতরের মাধ্যমে এই বার্তা কমিশন দিল বিএলও-দের।
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় রোল অবজার্ভাররা একাধিক বিএলও-কে সতর্ক করেছেন। কিন্তু কোথাও পদক্ষেপ করা হয়নি। ভুল শুধরে নেওয়া হয়নি। তারপরই অনিচ্ছাকৃত ভুল শুধরে নিতে বিএলও-দের বার্তা দিল কমিশন। এখন দেখার, কমিশনের এই বার্তার পর অনিচ্ছাকৃত ভুল শুধরে নিতে বিএলও-রা কতটা উদ্যোগী হন। আবার ১১ ডিসেম্বরের পর কোনও ভুল ধরা পড়লে সংশ্লিষ্ট বিএলও-র বিরুদ্ধে কমিশন কী পদক্ষেপ করে, সেটাও দেখার।
