নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্যদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। সোমবার রাতে মানিককে লাগাতর জেরা করে ইডি। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। তদন্তে অসহযোগিতার অভিযোগে রাতেই গ্রেফতার করা হয় তাঁকে। জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। মানিককে এজলাসে তোলার আগেই বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। চটি হাতে বিক্ষোভের পাশাপাশি আদালত চত্বরে ওঠে ‘চোর চোর’ ‘স্লোগান।
রাত সাড়ে আটটার কিছু পরে ইডি (Enforcement Directorate) আধিকারিকরা মানিক বাবুকে নিয়ে ঢোকেন সিজিও কমপ্লেক্সের ভিতরে। এরপর রাত ৯ টা ৪০ মিনিট নাগাদ মানিক ভট্টাচার্যের পুত্রবধূ আসেন সিজিওতে। হাতে একটি ব্যাগ ছিল তাঁর। সেই ব্যাগটি নিয়েই ভিতরে ঢুকে যান তিনি। প্রায় মিনিট পনেরো ভিতরে থাকার পর কিছুক্ষণের জন্য বেরিয়ে আসেন তিনি। পরে আবারও ভিতরে ঢুকে যান এবং রাত ১০ টা ২০ মিনিট নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তিনি। সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে চাননি তিনি। গাড়িতে চেপে সোজা বেরিয়ে যান। অনুমান করা হচ্ছে মানিক বাবুর জন্য জামা-কাপড় দিতেই ইডি অফিসে এসেছিলেন তিনি।
সোমবার থেকে ইডি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মানিক ভট্টাচার্যকে। গতরাতে বাড়ি ফেরা হয়নি মানিক বাবুর। রাতভর চলে জিজ্ঞাসাবাদ পর্ব। পরে মঙ্গলবার সকাল হতেই জানা যায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে। মানিক বাবুর আইনজীবীর দাবি, গতরাতে বাড়ি না ফেরায় মানিক ভট্টাচার্যের পরিবারের থেকে জানতে চাওয়া হয়েছিল কী হয়েছে। কিন্তু ইডির থেকে কিছু জানানো হয়নি বলেই দাবি তাঁর। এরপর মঙ্গলবার বেলা ১টায় ইডির অফিসে অ্যাডিশনাল ডিরেক্টরকে মেইল করেছিলেন বিধায়কের স্ত্রী, মানিক ভট্টাচার্য কোথায় তা জানতে চেয়ে। কিন্তু সেই মেইলেরও কোনও উত্তর দেওয়া হয়নি বলেই দাবি তৃণমূল বিধায়কের আইনজীবীর।
নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। এ দিন আদালতে সন্দেহজনক লেনদেনের কথা উল্লেখ করেছে ইডি।
মহিষবাথানে মানিক ভট্টাচার্যের অফিসের হদিস। প্রাইমারি টেট ইনস্টিটিউট নাম এই অফিসের। সূত্র মারফত জানা গিয়েছে, এই অফিসেই চলত দুর্নীতি। স্থানীয় সূত্রে খবর, প্রায়শই অফিসে আসতে দেখা যেত মানিকবাবুকে। তবে গত মাস থেকে বন্ধ রয়েছে অফিসটি। কিন্তু কেন? উঠছে প্রশ্ন।
বিস্তারিত পড়ুন: Manik Bhattacharya Office: মহিষবাথানে হদিশ মানিকের অফিস, গোপন ডেরা থেকেই চলত দুর্নীতি মনে করছেন গোয়েন্দারা
গত কয়েক মাস ধরে ইডি ও সিবিআই দুই গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন মানিক ভট্টাচার্য। কখনও তলব করা হয়েছে, কখনও জারি হয়েছে লুক আউট নোটিস। অবশেষে রাতভর ম্যারাথন জেরার পর প্রাক্তন পর্ষদ সভাপতিকে গ্রেফতার করেছে ইডি। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দেওয়ার পরও কী ভাবে গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হলেন মানিক। কী কারণে গ্রেফতারি? রক্ষাকবচের পরিধিটাই বা কী? এই সব প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
বিস্তারিত পড়ুন: রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতারি? সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন মানিকের
ব্যাঙ্কশাল আদালতে ভুল এজলাসে ঢুকিয়ে ফেলেছিলেন ইডি আধিকারিকরা। পরে তাঁকে সঠিক এজলাস, যেখানে শুনানি হওয়ার কথা, সেখানে নিয়ে আসা হয়। বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে আদালতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। চটি হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এই সময়ে ব্যাঙ্কশাল আদালতে চরম উত্তেজনা। সজল ঘোষ বলেন, “চোরকে গ্রামে যেরকমভাবে শাস্তি দেওয়া হয়, গাছে বেঁধে ন্যাড়া করে শাস্তি দেওয়া হয়। “
জোকা ইএসআই হাসপাতালে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলল স্বাস্থ্য়পরীক্ষা। বেলা সওয়া দুটো নাগাদ হাসপাতাল থেকে বের করা আনা হয় মানিককে। তাঁকে ব্যাঙ্কশাল আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে।
বিধায়ক মানিক ভট্টাচার্যের গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এজেন্সি নিরপেক্ষ ভূমিকা পালন করুক। দোষীরা শাস্তি পাক । তৃণমূলের কিছু বলার নেই । যোগ্য প্রার্থীরা চাকরি না পেয়ে যদি কেউ দোষ করে , শাস্তি পাক।”
জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে মানিক ভট্টাচার্য। বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলছে স্বাস্থ্য পরীক্ষা। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
মানিক গ্রেফতারিতে অবশ্য সেই রাজনীতিই খুঁজেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর বক্তব্য, “বিচারবিভাগীয় বিষয় নিয়ে নিশ্চিত করে কিছু বলব না। ইডি তাঁকে গ্রেফতার করেছে। আমরা জানি ইডি-র কনভিকশন রেট মাত্র .৪৫ শতাংশ। বিগত কয়েক বছরে ইডি সিবিআই-এর ব্যবহার ৩৬৫ শতাংশ বেড়েছে। যার মধ্যে ৯৫ শতাংশ বেছে বেছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। বিরোধী দলগুলির মধ্যে শীর্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস। এও দেখেছি পাহাড় প্রমাণ দুর্নীতিতে ডুবে থাকা বিজেপি নেতাদের স্পর্শই করে না ইডি সিবিআই। আমরা চাইব তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হোক।”
মানিক ভট্টাচার্যের পলাশীপাড়ার বিধায়ক। পলাশিপাড়াতেই তাঁর পৈত্রিক বাড়ি। তাঁর গ্রেফতারিতে কার্যত খুশি সেখানকার বাসিন্দারাও। এক বাসিন্দা বললেন, “এই গ্রেফতারি অনেক আগে প্রয়োজন ছিল। যাঁরা এখনও পর্যন্ত দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন, তাঁদের থেকেও বেশি দুর্নীতি গ্রস্ত মানিক ভট্টাচার্য। কারণ শিক্ষা নিয়ে দুর্নীতি করেছেন। এখানে মিড ডে মিলে বাজে খাবার, বাজে কাপড় দিয়েছেন।” পাশাপাশি আরেক বাসিন্দা বললেন, “টেট যারা দিয়েছিলেন, যথাযথ প্রার্থীদের নিয়োগ করা হয়নি। এখানে স্কুলগুলোতে ভাল শিক্ষকই নেই। শাস্তি এমন হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন দুর্নীতি করতে ভয় পান।”
স্বাস্থ্য পরীক্ষার জন্য মানিক ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সকাল সাড়ে দশটা নাগাদ তাঁকে সিডিও কমপ্লেক্স থেকে বের করে আনা হয়। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করা হবে।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির র্যাডারে মানিক ভট্টাচার্য। সোমবার বিকেল থেকে ম্যারাথন জেরা। রাতভর সিজিও কমপ্লেক্সে ছিলেন মানিক ভট্টাচার্য। সকাল পর্যন্ত তিনি ছিলেন ইডি দফতরেই।