ED Raid: বেনিয়াপুকুর, বাগুইআটিতে তল্লাশি অভিযানে ED

ED Raid: কল সেন্টার প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্তা অনেকদিন ধরেই নজরে রয়েছেন তদন্তকারী আধিকারীকদের। তাঁর নামে আগে লুক আউট সার্কুলারও জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কুণালের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

ED Raid: বেনিয়াপুকুর, বাগুইআটিতে তল্লাশি অভিযানে ED
ইডি আধিকারিকদের অভিযানImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2024 | 11:00 AM

কলকাতা: সকাল-সকাল ফের সক্রিয় ইডি। সাইবার প্রতারণা কাণ্ডে এবার শহরজুড়ে চলছে তল্লাশি অভিযান। বুধবার তদন্তকারী আধিকারিকরা পৌঁছন বাগুইহাটি দেশবন্ধু নগরে গৌতম গুপ্তের বাড়ি। সেখানে অনেকক্ষণ কথাবার্তা বলেন বলে খবর। ইডি সূত্রে খবর, এই গৌতম গুপ্তা আবার কুণাল গুপ্তের আত্মীয়।

কল সেন্টার প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্তা অনেকদিন ধরেই নজরে রয়েছেন তদন্তকারী আধিকারীকদের। তাঁর নামে আগে লুক আউট সার্কুলারও জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কুণালের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

ইডি জানতে পেরেছে, ইকো স্পেসের ভিতরে ‘M E T’ নামের কল সেন্টার চলছিল। এই কোম্পানির কর্ণধার ছিলেন কুণাল। এ দিন, প্রায় কুণালের একাধিক পরিচিতের ঠিকানায় তল্লাশি অভিযান করেছেন আধিকারিকরা। একদিকে যেমন গৌতম গুপ্তার বাড়িতে গিয়েছেন, তেমন শোয়েব আলম নামের বেনিয়াপুকুর থানা এলাকায় তাঁতীবাগান লেনে বসবাসকারী ব্যবসায়ীর পৌঁছে গিয়েছেন তল্লাশি অভিযানে।

উল্লেখ্য, প্রথমে বিধাননগর সাইবার ক্রাইম থানা ভুয়ো কলসেন্টার চক্রের পর্দাফাঁস করে। সল্টলেকের সেক্টর ফাইভের বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের১৩ তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে এক কলসেন্টারের হদিশ মেলে। সেখানেই হানা দিয়ে প্রতারণা চক্রের হদিশ পান তদন্তকারীরা।