ED: পিনকন এবং টাওয়ার গ্রুপের তদন্তে ইডি, রাজ্যের ১৫টি জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার কোটি টাকা

গোয়েন্দারা জানতে পেরেছেন, পিনকন এবং টাওয়ার গ্রুপের টাকা একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্ট খতিয়ে দেখেই এবার তল্লাশিতে নেমেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

ED: পিনকন এবং টাওয়ার গ্রুপের তদন্তে ইডি, রাজ্যের ১৫টি জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার কোটি টাকা
প্রতিকি ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 7:30 PM

কলকাতা: চিটফান্ড মামলায় ফের তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার পিনকন (Pincon) এবং টাওয়ার গ্রুপ (Tower Group) চিটফান্ড সংস্থার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর গোয়েন্দারা। এই দুই সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলকাতার বিশিষ্ট আইনজীবী ও তাঁর আত্মীয়দের বাড়ি অফিস সহ একযোগে ১৫টি জায়গায় তল্লাশি চালাল ED। আর বিভিন্ন জায়গায় তল্লাশিতে উঠে এসেছে নগদ ১ কোটি ২৭ লক্ষ টাকা।

ED সূত্রে খবর, পিনকন এবং টাওয়ার গ্রুপ চিটফান্ড সংস্থার তদন্তে গত ১ মার্চ কলকাতার বিশিষ্ট আইনজীবী ও তাঁর আত্মীয়দের বাড়ি, অফিসে তল্লাশি চালান ইডি-র গোয়েন্দারা। কলকাতা, হাওড়া, শিলিগুড়ি সহ মোট ১৫টি জায়গায় তল্লাশি চালানো হয়। এমনকি রাজ্যের বাইরে আগ্রাতেও তল্লাশি চালানো হয়। বিভিন্ন জায়গায় এই তল্লাশিতেই উঠে আসে মোট ১ কোটি ২৭ লক্ষ টাকা। এছাড়া কয়েকটি মোবাইল ফোন এবং ল্যাপটপও উদ্ধার করেছেন গোয়েন্দারা। গত সোমবার এগুলি উদ্ধার হলেও ইডি-র তরফে এদিন বিষয়টি জানানো হয়। যে সমস্ত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার হয়েছে, সেগুলি থেকে পিনকন ও টাওয়ার গ্রুপ চিটফান্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি মিলতে পারে এবং এই ঘটনায় আরও কারা জড়িত, তা জানা যেতে পারে বলে গোয়েন্দাদের দাবি।

ইডি সূত্রে খবর, মোটা টাকা সুদ দিয়ে বেআইনিভাবে বাজার থেকে প্রচুর টাকা তুলেছে পিনকন এবং টাওয়ার গ্রুপ। তারপর আর জনগণকে টাকা ফেরত দেয়নি। ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, পিনকন এবং টাওয়ার গ্রুপের টাকা একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্ট খতিয়ে দেখেই এবার তল্লাশিতে নেমেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের বিশিষ্ট আইনজীবী ও তাঁর আত্মীয়দের বাড়িতে তল্লাশির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আইনজীবীকে অকারণে হেনস্থা করা হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে জানান তিনি।