Water Problem: কো-মর্বিডিটির কারণেই শিশু মৃত্যু, তাপমাত্রা বাড়লে কমে যাবে: ফিরহাদ

Water Problem: বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫ হাজার বেড তৈরি আছে, ৬০০ শিশু চিকিৎসক তৈরি। শিশুদের যত্ন নেওয়ার কথাও বলেছেন তিনি।

Water Problem: কো-মর্বিডিটির কারণেই শিশু মৃত্যু, তাপমাত্রা বাড়লে কমে যাবে: ফিরহাদ
ফিরহাদ হাকিম (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 7:26 PM

কলকাতা : অ্যাডিনোভাইরাসের (Adenovirus) প্রকোপ নিয়ে উদ্বেগ বেড়েছে গোটা রাজ্য জুড়ে। প্রতিদিন জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। শিশু মৃত্যুর পরিসংখ্যানও কপালে ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের। রাতের ঘুম উড়েছে অভিভাবকদের। বিরোধীরা এই বিষয়ে প্রশাসনের দিকে আঙুল তুললেও, রাজ্য সরকারের এ নিয়ে ভয় না পাওয়ার কথা বলছে বারবার।বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কম ওজন থাকায় বা প্রিম্যাচিওর বেবি হিসেবে জন্মানোর কারণে মৃতের সংখ্যা বাড়ছে। এবার কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বললেন, মৃত্যু হচ্ছে মূলত কো-মর্বিডিটি বা অন্যান্য রোগ থাকার কারণে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাডিনোভাইরাসের প্রকোপ কমে যাবে বলেই মত ফিরহাদের।

গত ৭ দিনে রাজ্যে প্রায় ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবারই বিসি রায় হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দূরের জেলা থেকে শিশুদের আনতে হচ্ছে কলকাতায়। ফলে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে।

শুক্রবার ফিরহাদ হাকিমকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, অ্যাডিনোভাইরাসের প্রকোপ এখনও আছে। কলকাতায় বেশির ভাগ রোগীই জেলা থেকে আসছে বলে দাবি করেছেন তিনি। মেয়র বলেন, ‘যারা অপুষ্টিতে ভুগছে তাদের মৃত্যু কোমর্বিডিটির কারণে হচ্ছে। তবে তাপমাত্রা বাড়ছে এরপর হয়ত কমে যাবে।’

বিরোধীরা যে প্রশ্ন তুলছেন, সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, রোগ নিয়ে রাজনীতি একটা ছোট মনের পরিচয়। যখন মানুষ বিপদে পড়ে তখন সবাই একসঙ্গে মিলেমিশে প্রতিরোধ করতে হয়। এগুলো হচ্ছে টিভিতে ছবি তোলার জন্য, এটা বিরোধীদের দায়িত্ব নয়। মানুষের সেবা নয়, মিডিয়ার জন্য রাজনীতি করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫ হাজার বেড তৈরি আছে, ৬০০ শিশু চিকিৎসক তৈরি। বাড়ির লোকজনকে শিশুদের যত্ন নিতে হবে বলে উল্লেখ করে মমতা বলেছেন, ‘ওদের ওপর একটু বিশেষ নজর দিতে হবে, যাতে বাইরে না বেরোয়। ঘরে রাখাটাই ভাল।’