Sujay Krishna Bhadra: শুধু SSKM-এই কেন ‘কালীঘাটের কাকু’? জেল কর্তৃপক্ষের কাছে জবাব তলব ED-র
Sujay Krishna Bhadra: সূ্ত্রের খবর, শুধু প্রেসিডেন্সি নয়, এসএসকেএম কর্তৃপক্ষকেও চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে এসএসকেএম হাসপাতালে 'কালীঘাটের কাকু'-র শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখানে তাঁর কী কী চিকিৎসা করা হচ্ছে।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে প্রেসিডেন্সি জেলে চিঠি পাঠাল ইডি। জেলে সুজয়কৃষ্ণর শরীর কেমন ছিল তা জানতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। তাদের প্রশ্ন, জেলে থাকাকালীন তড়িঘড়ি কেন সুজয়কৃষ্ণকে ভর্তি করা হল এসএসকেএম-এ? এখানেই শেষ নয়, বুধবার জেলে সারপ্রাইজ ভিজিটও করেন ইডি আধিকারিকরা।
সূ্ত্রের খবর, শুধু প্রেসিডেন্সি নয়, এসএসকেএম কর্তৃপক্ষকেও চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে এসএসকেএম হাসপাতালে ‘কালীঘাটের কাকু’-র শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখানে তাঁর কী কী চিকিৎসা করা হচ্ছে। কেমন আছেন তিনি সবটাই প্রশ্ন করা হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষর থেকে জানতে চাওয়া হয়েছে, কী পরিস্থিতির জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল, কী সমস্যায় তিনি ভুগছিলেন। কেন এসএসকেএম-এই ভর্তি করা হল।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ‘কালীঘাটের কাকু’ এসএসকেএম হাসপাতালে ভর্তি। গতকাল ইডি আধিকারিকরা সেখানে গিয়েছিলেন। খোঁজ নেন শারীরিক অবস্থার। কারণ, হাসপাতালে ভর্তি থাকার কারণে সুজয়কৃষ্ণের নমুনা সংগ্রহের কাজ আটকে রয়েছে। সেই কারণে তদন্তের স্বার্থে খোঁজখবর ইডি-র বলে প্রাথমিক অনুমান।
প্রসঙ্গত, বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি সুজয়কৃষ্ণ। এর আগে কলকাতার এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর।তারপর সেখান থেকে জেলে ফেরার পরই নতুন করে বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি।