ED: ফের পার্থর জামাইকে ইডি-র জেরা, নতুন কোন তথ্য উঠে এল তদন্তকারীদের হাতে?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 09, 2022 | 10:42 PM

ED: এর আগে ২৩ অগস্ট প্রথম নোটিস জারি করা হয়েছিল ইডি-র তরফে। ১ সেপ্টেম্বর ছিল হাজিরার দিন।

ED: ফের পার্থর জামাইকে ইডি-র জেরা, নতুন কোন তথ্য উঠে এল তদন্তকারীদের হাতে?
ইডির তদন্ত

Follow Us

কলকাতা: নিয়োগ কেলেঙ্কারি মামলায় ক্রমেই তদন্তের জাল গোটাচ্ছে সিবিআই-ইডি (CBI-ED)। কারাবন্দি অবস্থায় দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তবে তদন্তকারীদের ব়্যাডারে রয়েছেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। এর আগেও তিনবার তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি(ED)। এবার তাঁকে তলব করা হয়েছে। বুধবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ চলল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের। এই নিয়ে চতুর্থবারের জন্য কল্যাণময়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

এর আগে ২৩ অগস্ট একবার নোটিস জারি করা হয়েছিল ইডি-র তরফে। ১ সেপ্টেম্বর ছিল হাজিরার দিন। কিন্তু ওই নোটিস ডেলিভার হয়নি। পরবর্তীতে দ্বিতীয় নোটিস পাঠানো হয়েছিল ২ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর ছিল হাজিরার দিন। কিন্তু সেই বারও তিনি আসেননি। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর শেষবার সিজিও কমপ্লেক্সে যেতে দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর, সেবারও তদন্তকারীদের হাতে একাদিক নতুন তথ্য উঠে আসে। তবে কল্যাণময়কে জেরা করে যে তদন্তকারীরা সন্তুষ্ট হতে পারেননি তা সাম্প্রতিক আপডেট থেকে পরিষ্কার। এখন পুনরায় জেরায় ইডির হাতে কী তথ্য এল তা নিয়ে চলছে চাপানউতর। অবশেষে এদিন প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরোতে দেখা যায়  কল্যাণময় ভট্টাচার্যকে। 

প্রসঙ্গত, পার্থ-অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর থেকেই তৎপরতা আরও বাড়িয়ে দিয়েছিল ইডি। এদিকে পশ্চিম মেদিনীপুরের পিংলাতে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) স্ত্রীর নামে রয়েছে বি সি এম ইন্টারন্যাশনাল মেমোরিয়াল স্কুল। সেখানেও গিয়েছেন ইডি-র আধিকারিকরা। আদালতে ইডির দাবি পিংলায় এই স্কুল তৈরিতে খরচ হয়েছিল ১৫ কোটি টাকা। এই টাকা এসএসএসি দুর্নীতির বলেও দাবি করা হয়েছে ইডি-র তরফে। সূত্রের খবর, এই স্কুলের চেয়ারম্যানের পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। প্রসঙ্গত, গত ২২ জুলাই পিংলাতে কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়িতে ইডি তল্লাশি চালায়। সূত্রের খবর, এই কৃষ্ণচন্দ্র আবার সম্পর্কে  কল্যাণময় ভট্টাচার্যের মামা। যা নিয়েও বিস্তর চাপানউতর শুরু হয়ে যায় জেলা সহ বঙ্গের রাজনৈতিক মহলে।

Next Article