AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: ভোটার তালিকায় অনিয়ম, কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকেই সাসপেন্ড নির্বাচন কমিশনের

Election Commission: মূলত বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল, ভোটার তালিকায় বেশ কিছু নাম অদ্ভুতভাবে উঠে যাচ্ছে। একই সঙ্গে নাম বাদও চলে যাচ্ছে। কাকদ্বীপের অভিযোগ সবথেকে বেশি ছিল। তদন্তে নেমে অভিযোগের সত্যতা খুঁজে পান জেলাশাসক।

Election Commission: ভোটার তালিকায় অনিয়ম, কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকেই সাসপেন্ড  নির্বাচন কমিশনের
ভোটার তালিকায় কারচুপির অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 16, 2025 | 11:42 PM
Share

কলকাতা: ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে কারচুপির অভিযোগ।  কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, অবৈধভাবে লগিং আইডি হ্যাক করে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। অভিযুক্ত আধিকারিকের নাম অরুণ গোরাই।

মূলত বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল, ভোটার তালিকায় বেশ কিছু নাম অদ্ভুতভাবে উঠে যাচ্ছে। একই সঙ্গে নাম বাদও চলে যাচ্ছে। কাকদ্বীপের অভিযোগ সবথেকে বেশি ছিল। তদন্তে নেমে অভিযোগের সত্যতা খুঁজে পান জেলাশাসক। দেখা যায়, অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গোরাই ERO-র নির্দিষ্ট সিস্টেমে লগিং করে নাম তুলেছেন বাদ দিয়েছেন। সাধারণত ERO ছাড়া কেউ নাম তুলতে কিংবা বাদ দিতে পারেন না। তদন্তে ধরা পড়ার পর তিনি অনেকবার ক্ষমা চেয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন তাঁকে সাসপেন্ড করেছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের সামাজিক মাধ্যমে তিনি তা পোস্ট করেছেন। উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনের আগে ভূতুড়ে ভোটার ইস্যুতে সরগরম হয়েছে বাংলার রাজ্য রাজনীতি। তৃণমূলের রাজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ভূতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছিলেন। তার মধ্যে কমিশনের এই পদক্ষেপ যথেষ্টই তাৎপর্যপূর্ণ।