Election Commission: আজ বিকাল ৫টায় ভাগ্য নির্ধারণ? মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি মুখ্যসচিব
Election Commission: জাতীয় নির্বাচন কমিশন দু'বার চিঠি দেয় রাজ্যের মুখ্যসচিবকে। চার জন অফিসার সহ ৫ জনকে সাসপেন্ড করা এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর করার জন্য। রাজ্য সরকার সেই নির্দেশ না মানায় জাতীয় নির্বাচন কমিশন গতকাল মুখ্যসচিবকে চিঠি দেয় কমিশন।

কলকাতা: নির্বাচন কমিশনের তলব। বুধবার সকালেই দিল্লি উড়ে গেলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিমানে তিনি দিল্লি উড়ে যান। এদিন বিকাল ৫ টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তথা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ দুই নির্বাচন কমিশনারের মুখোমুখি হতে হবে মুখ্যসচিব মনোজ পন্থকে।
চার জন অফিসার সহ ৫ জনকে সাসপেন্ড করা এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর করার জন্য, জাতীয় নির্বাচন কমিশন দু’বার চিঠি দেয় রাজ্যের মুখ্যসচিবকে। রাজ্য সরকার সেই নির্দেশ না মানায় জাতীয় নির্বাচন কমিশন মঙ্গলবার মুখ্যসচিবকে চিঠি দেয় কমিশন। বিকাল ৫ টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের দিল্লির সদর দফতরে হাজির হওয়ার কথা বলা হয়। সেই উদ্দেশেই রওনা দিয়েছেন মুখ্যসচিব। কারণ এ ক্ষেত্রে হাজিরা না দিলে মুখ্যসচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন।
পাঁচ জনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পিছনে কী কারণ থাকতে পারে, কমিশনের সামনে তার উত্তর দিতে হবে মুখ্যসচিবকে। মুখ্যসচিবের দেওয়া জবাব ও বক্তব্যের উপর নির্ভর করছে কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। সংবিধানের অনুচ্ছেদ ২৫৬ অনুযায়ী, কোনও রাজ্যের মুখ্যসচিব, যিনি রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী, তিনি কেন্দ্রীয় আইন বিরুদ্ধে কোনও কাজ করতে পারেন না। কিন্তু এখানে রাজ্যের মুখ্যসচিব সেই কাজটিই করেছেন বলে অভিযোগ উঠছে। বিশেষজ্ঞদের মতে, যদি মুখ্যসচিবের বক্তব্যে নির্বাচন কমিশন সন্তুষ্ট না হয়, বা যদি আইন বিরুদ্ধ হয়, নির্বাচন কমিশন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে।

