Loksabha Election 2024: ১ লক্ষ টাকার বেশি তুললেই… ভোটের মুখে কমিশনের নজরে আপনিও

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Mar 21, 2024 | 7:54 PM

Loksabha Election 2024: ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএসএমএস অ্যাপকে কাজে লাগাবে কমিশন। ব্যাঙ্ক থেকে ১ লক্ষের বেশি টাকা তোলা হলে এই অ্যাপে উঠে যাবে সেই তথ্য। এছাড়াও এবার কড়া নজরে থাকবে এটিএমে টাকা ভরতে যাওয়া গাড়িগুলি।

Loksabha Election 2024: ১ লক্ষ টাকার বেশি তুললেই... ভোটের মুখে কমিশনের নজরে আপনিও
নির্বাচন সদন (ফাইল ছবি)
Image Credit source: ANI

Follow Us

কলকাতা: ভোট এলেই রাজনৈতিক দলগুলি অভিযোগ করে বেআইনি টাকা ঢালা হচ্ছে ভোটের বাজারে। লোকসভা ভোটের মুখে এবার টাকা পাচার রুখতে কড়া কমিশন। বিশেষ নজরদারি চলবে ব্যাঙ্কগুলিতে। তৈরি বিশেষ অ্যাপ। ব্যাঙ্ক থেকে ১ লক্ষ টাকার বেশি তোলা হলেই আপলোড করা হবে অ্যাপে। টাকা নিয়ে যাওয়ার গাড়িতেও থাকবে কিউআর কোড। কোনওভাবেই ভোটে যাতে ‘টাকার জোর’ না খাটে, নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিকে।

নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে বরাবরই কড়া হয়েছে কমিশন। নির্বাচনে ধরপাকড় বেশি হয়। তাই কালো টাকা পাচারেও নানা উপায় বের করা হয়। এবার সেটা রুখতেই নয়া অ্যাপের সাহায্য নিচ্ছে কমিশন।

ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএসএমএস অ্যাপকে কাজে লাগাবে কমিশন। ব্যাঙ্ক থেকে ১ লক্ষের বেশি টাকা তোলা হলে এই অ্যাপে উঠে যাবে সেই তথ্য। এছাড়াও এবার কড়া নজরে থাকবে এটিএমে টাকা ভরতে যাওয়া গাড়িগুলি।

এটিএমে টাকা ভরতে যে গাড়ি যায়, সেগুলি এতদিন নাকা চেকিংয়ের বাইরেই রাখা হত। ফলে সেই গাড়িতে কালো টাকার লেনদেনের চেষ্টা হলে সেগুলি ধরা সম্ভব ছিল না। এই নয়া পদ্ধতিতে এটিএমের টাকার হিসাবও থাকবে কমিশনের হাতে।

কী করছে কমিশন…

নয়া অ্যাপ ইএসএমএস কাজে লাগানো হবে।

এক লক্ষের বেশি টাকা উঠলেই অ্যাপে দেওয়া থাকবে তথ্য।

কমিশন, ইডি, আয়কর দফতর-সহ ২২ এজেন্সি ওই তথ্য অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে।

প্রতি ব্যাঙ্কে একটি কিউআর কোড চালু করেছে কমিশন।

টাকা নিয়ে যাচ্ছে এমন গাড়িগুলিতে থাকবে কোড।

কোডের সঙ্গে টাকার পরিমাণ না মিললে টাকা গণ্য হবে কালো টাকা হিসাবে।

যদিও এই নির্দেশিকার পর ভোটে কালো টাকার ব্যবহার রোখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Next Article