Ration Scam: সরকারি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ হয়েছে? রেশন দুর্নীতি মামলায় আদালতে কড়া প্রশ্নের মুখে ইডি

Ration Scam: রেশন দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী দল বলেছিল, সরকারি আধিকারিকের সিল পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে আজ বিশেষ ইডি আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্য়ায় জানতে চান, কোন কোন অফিসারের নামে সিল পাওয়া গিয়েছে? সেই অফিসারদের সঙ্গে কি কথা বলা হয়েছে?

Ration Scam: সরকারি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ হয়েছে? রেশন দুর্নীতি মামলায় আদালতে কড়া প্রশ্নের মুখে ইডি
রেশন দুর্নীতির তদন্তImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2024 | 6:48 PM

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতির মামলায় এবার আদালতে প্রশ্নের মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখনও পর্যন্ত কি কোনও সরকারি আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রেশন দুর্নীতি মামলায়? এবার আদালতের এই কড়া প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। উল্লেখ্য এর আগে ইডির তদন্তকারী দল বলেছে সরকারি আধিকারিকের সিল পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে আজ বিশেষ ইডি আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্য়ায় জানতে চান, কোন কোন অফিসারের নামে সিল পাওয়া গিয়েছে? সেই অফিসারদের সঙ্গে কি কথা বলা হয়েছে?

শুধু তাই নয়, এর আগে অভিযোগ উঠে এসেছে, গ্রাহকদের কম পরিমাণে আটা দেওয়ার বিষয়ে। আজ বিশেষ ইডি আদালতে সেই প্রসঙ্গেও প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। গ্রাহকদের কম পরিমাণে আটা দেওয়ার অভিযোগের বিষয়টি যাচাই করার জন্য কী পদক্ষেপ করা হয়েছে? কোনও ডিলারদের সঙ্গে কথা বলেছেন কি না কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা… মঙ্গলবার বিশেষ ইডি আদালতের বিচারকের কাছে সেই প্রশ্নের মুখে পড়তে হয় এজেন্সিকে।

যদিও এ প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, উদ্ধার হওয়া তথ্যপ্রমাণ ও সাক্ষীদের বয়ানের উপর ভিত্তি করেই তদন্ত এগিয়েছে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় সরকারি অফিসারদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়ার দিকেও এগোতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতির মামলায় ইতিমধ্য়েই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। তাঁকে জেরা করে ইতিমধ্য়েই বেশ কিছু তথ্যও কেন্দ্রীয় এজেন্সির হাতে এসেছে। তবে সরকারি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ নিয়ে আজ আদালতে প্রশ্নের মুখে পড়তে হল ইডিকে।