Meera Pandey on Panchayat Election: কমিশনকে আদালত বারবার নির্দেশ দিলে, আস্থা হারাবে মানুষ: মীরা পাণ্ডে
Meera Pandey on Panchayat Election: যেভাবে বারবার আদালতকে নির্দেশ দিতে হচ্ছে, তাতে কমিশনের ওপর সাধারণ মানুষের আস্থা চলে যাবে বলে মনে করছেন মীরা পাণ্ডে।
কলকাতা: ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। সেই ইস্যুতে বিবাদ তৈরি হয়েছিল রাজ্য সরকারের সঙ্গেও। ১০ বছর পর আরও একটা পঞ্চায়েত নির্বাচন। আর এবার আদালত নির্দেশ দেওয়ার পরও কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল না, তা নিয়ে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কমিশনকে। কেন এমন পরিস্থিতি? কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কতটা? TV9 বাংলায় সেই ব্যাখ্যা দিলেন অবসরপ্রাপ্ত আইএএস মীরা পাণ্ডে।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে আদালতকে কেন বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে? এই প্রশ্নের উত্তরে মীরা পাণ্ডে জানান, সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে কোথায় কত বাহিনী লাগবে, তা নির্বাচন কমিশনকে ঠিক করে নিতে হয়। যে কোনও নির্বাচনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য বলে উল্লেখ করেছেন তিনি।
মীরা পাণ্ডে বলেন, “সুষ্ঠ নির্বাচন করাতে গেলে শুধু বুথে নয়, অনেক জায়গায় নিরাপত্তা বাহিনী রাখতে হয়। রাজ্যে পর্যাপ্ত পুলিশ আছে কি না, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। এ ক্ষেত্রে একদিনে ভোট হচ্ছে, তাই বাহিনী তো বেশি লাগবেই।” তিনি আরও উল্লেখ করেন, ১০০ শতাংশ পুলিশকে ভোটের কাজে লাগানো যায় না। রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার জন্য পুলিশ রেখে তবেই ভোটের দায়িত্ব দেওয়া যায়। তাই সে ক্ষেত্রে পুলিশ ভোটের জন্য যথেষ্ট না হতে পারে। সে ক্ষেত্রে ভিন রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত কমিশনকে নিতে হয় বলে জানিয়েছেন তিনি।
পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিরোধীদের করা মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে অবিলম্বে। কিন্তু সেই নির্দেশের পর নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছিলেন, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়নি এখনও। তবে প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পান্ডে জানান, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে হয় মনোনয়ন পেশের আগে।
তবে যেভাবে বারবার আদালতকে নির্দেশ দিতে হচ্ছে, তাতে কমিশনের ওপর সাধারণ মানুষের আস্থা চলে যাবে বলে মনে করেন মীরা পাণ্ডে। তিনি বলেন, এটা ঠিক যে কমিশন একটি স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা। তাই তার উপর সাধারণ মানুষের আস্থা থাকা দরকার। সেটা চলে গেলে তা দুর্ভাগ্যজনক।
উল্লেখ্য, ২০১৩ সালে মীরা পাণ্ডে কমিশনার থাকাকালীন পাঁচ দফায় হয়েছিল পঞ্চায়েত নির্বাচন। কমিশনের সঙ্গে সরকারের আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিলেও, তা ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায়। পরে সুপ্রিম কোর্টে গিয়েছিল কমিশন। সুপ্রিম কোর্টে একদিনেই সেই মামলার নিষ্পত্তি হয়ে যায়। শীর্ষ আদালতের নির্দেশে সেবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।