কলকাতা: এ বার রাজনীতির ময়দানে পা জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানের (Yusuf Pathan)। রবি-দুপুরে ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের (Lok Sabha election) প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। সেখানে বহরমপুরের প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যাোপাধ্যায়। গুজরাটের বরোদায় জন্ম ইউসুফের। বাংলার সঙ্গে রয়েছে তাঁর বিশেষ যোগ। কারণ, তিনি অতীতে আইপিএলে খেলেছেন কলকাতাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাঁর ভাই ইরফান পাঠানও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ২২ গজে ব্যাটে-বলে ঝড় তোলা অলরাউন্ডার ইউসুফ এ বার রাজনীতির ময়দানে ছক্কা হাঁকাতে চান। অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে এ বার লড়বেন ইউসুফ।
বরোদায় গুজরাটি পাঠান পরিবারে জন্ম ইউসুফ পাঠানের। ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল ঝোঁক। বরোদার হয়ে অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ টিমে খেলেছেন ইউসুফ। ১০০টি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। খেলেছেন ১৯৯টি লিস্ট এ ম্যাচ। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় প্রবেশ ইউসুফের। দেওধর ট্রফিতে ভাল পারফর্ম করার সুবাদে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পান ইউসুফ। জোহানেসবার্গে ২০০৭ সালের ভারত-পাকিস্তান ফাইনালে ইউসুফের অভিষেক হয়েছিল। ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ খেতাব জয়ের ঐতিহাসিক দিনে (২৪ সেপ্টেম্বর) ৮ বলে ১৫ রান করছিলেন ইউসুফ। এরপর দেশের হয়ে ২০০৭-২০১২ অবধি ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ইউসুফ। তাতে ২৩৬ রান ও ১৩টি উইকেট নিয়েছিলেন। ২০০৮ সালে তাঁর ওডিআই অভিষেক হয়েছিল। ২০১১ সালে ভারতের দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ইউসুফ। ভারতের হয়ে ৫৭টি ওডিআইতে ৮১০ রান ও ৩৩টি উইকেট নিয়েছিলেন ইউসুফ।
জোড়া বিশ্বকাপজয়ী ভারতীয় প্রাক্তন তারকা ইউসুফ ২০০৮ সাল থেকে আইপিএলেও খেলেছিলেন। ২০০৮-২০১০ অবধি রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে ইউসুফকে দেখা যেত। এরপর ২০১১-২০১৭ এই ছয় বছর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল ইউসুফকে। এরপর ২০১৮-২০১৯ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছেন। ২২ গজকে অবসর জানানোর পর ইউসুফকে লেজেন্ডস লিগ ক্রিকেটেও খেলতে দেখা গিয়েছে। এ বার ৪১ বছর বয়সী ইউসুফের রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে।