কলকাতা: সিদ্ধান্ত হয়েছিল। তবে তা কার্যকরা করা হয়নি। আর সেই সিদ্ধান্তকে কার্যকর করা নিয়ে বর্ষশেষে যাত্রীদের ‘মন খারাপের’ খবর দিল মেট্রো। বর্ষশেষে মেট্রো জানাল, নববর্ষের প্রথম দিন থেকেই রাতের শেষ মেট্রোয় বাড়তি ভাড়া নেওয়া হবে। টিকিট প্রতি ১০ টাকা বাড়তি চার্জ নেওয়া হবে। আগামীকাল ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত লাগু হতে যাচ্ছে।
রাতের যাত্রীদের কথা মাথায় রেখে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে রাত ১০ টা ৪০ মিনিটে দু’দিক থেকে একটি করে বিশেষ মেট্রো ছাড়া হয়। কিন্তু, তাতে যাত্রী সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। নভেম্বর মাসের শেষে এই ঘোষণা করেও তা স্থগিত করা হয়েছিল। তবে তখনই জানানো হয়েছিল, প্রযুক্তিগত কারণে ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হল। পরে এই সিদ্ধান্ত কার্যকর করার কথাও জানিয়ে রেখেছিল মেট্রো কর্তৃপক্ষ।
মঙ্গলবার মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাতের বিশেষ মেট্রোয় যাত্রী সংখ্যা কম। সেকথা মাথায় রেখেই মূলত ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। ১ জানুয়ারি (বুধবার) থেকেই এই অতিরিক্ত টাকা নেওয়া হবে। যদি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত পরে পর্যালোচনা করা হবে। ফলে রাতের বিশেষ মেট্রোয় যাত্রী সংখ্যা বাড়লে অতিরিক্ত ১০ টাকা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আপাতত নতুন বছরের প্রথম দিন থেকে রাতের বিশেষ মেট্রোর যাত্রীদের গ্যাঁটের কড়ি আরও খসতে চলেছে।