ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আজই মামলা রুজু ইডির

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 09, 2021 | 11:23 AM

Fake Vaccine Debanjan Deb: দিল্লি থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করতে উদ্যোগী হয় ইডি।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আজই মামলা রুজু ইডির
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccine ) আজই মামলা রুজু করতে চলেছে ইডি (ED)। দিল্লি থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করতে উদ্যোগী হয় ইডি।

সূত্রে জানা গিয়েছে, ECIR রুজুর পর মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবকে (Debanjan Deb) নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। ভ্যাকসিন মামলায় অভিযুক্তরা কোনও আদালতে জামিনের আবেদন করেছে কিনা, সে বিষযে ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু হয়ে গিয়েছে। শুধু ভ্যাকসিন মামলা নয়, রেমডিসিভির কালোবাজারি ও অক্সিজেন সিলিন্ডার কালোবাজারি নিয়েও ECIR অর্থাৎ এনফোর্সমেন্ট কেস ইনফরমেসন রিপোর্ট রুজু হবে।

প্রসঙ্গত, গত ২৯ জুন লালবাজারের কাছে দেবাঞ্জন সংক্রান্ত মামলার নথি চায় ইডি। দেবাঞ্জনের বিরুদ্ধে ইতিমধ্যেই কতগুলি এফআইআর হয়েছে, তা জানতে চেয়েছেন ইডি আধিকারিকরা। লালবাজারের কাছ থেকে এফআইআর-এর সব কপি চাওয়া হয়েছে। তথ্য চাওয়া হয়েছে মানি ট্রেল সম্পর্কেও। দেবাঞ্জনের কসবার অফিসেও ইডি তল্লাশি চালায়।

আরও পড়ুন: পিএসি চেয়ারম্যান মুকুল না শুভেন্দু? আজ নাম ঘোষণার সম্ভাবনা বিধানসভায়

জনস্বার্থ এবং জনস্বাস্থ্য, মূলত এই দুই বিষয়ের কথা মাথায় রেখেই ইডি-র সদর দফতর থেকে এই ভ্যাকসিন মামলার তদন্তভার শুরু করার নির্দেশ আসে। জালিয়াতির কারবারের পাশাপাশি কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার সেজে দেবাঞ্জন ঠিক কত টাকার জালিয়াতি করেছিল, টাকা কোথা থেকে আসত এবং কোথায় যেত, সমস্ত দিকগুলি খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় সংস্থা। একাধিক বেসরকারি সংস্থায় ভুয়ো ভ্যাকসিন বিক্রি করে যে টাকা দেবাঞ্জন উপার্জন করেছিল, তা কোথায় বিনিয়োগ করা হয় এবং কী ভাবে খরচ হয় সে দিকেও নজর থাকবে ইডি-র আধিকারিকদের।

Next Article