Victoria Horse Cart Service: ময়দানে ঘোড়ায় টানা গাড়ি বন্ধের দাবিতে মামলা, হাইকোর্টে সময় চাইল রাজ্য
Maidan: মামলাকারীদের দাবি, ঘোড়াগুলিকে ঠিক মতো খেতে দেওয়া হয় না, কোনওরকম যত্ন নেই তাদের, নেই উপযুক্ত চিকিৎসা।
কলকাতা: ময়দান এলাকায় ঘোড়ার গাড়ি বন্ধ করার দাবি তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে। এদিন নিজেদের বক্তব্য জানানোর জন্য আদালতের কাছে কিছুটা সময় চাইল রাজ্য। আগামী ২৮ব ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে। সেদিনই আদালত তাদের বক্তব্য জানাবে।
এদিন আদালতে রাজ্যের তরফে বলা হয়, ঘোড়ার গাড়ি চলাচলের বিষয়ে রাজ্য একটি নির্দিষ্ট নীতি তৈরি করেছে। তবে তা কার্যকর করতে কিছুটা সময়ের প্রয়োজন। অন্যদিকে মামলাকারীদের তরফে আপাতত রুগ্ন ঘোড়ার চিকিৎসার ব্যাপারে তৎপর হওয়ার কথা বলা হয়। রাজ্যকে এ বিষয়ে আপাতত অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে বলা হয়। ২৮ ফেব্রুয়ারি ফের মামলাটির শুনানি হবে।
কলকাতার ঘোড়ার গাড়ির ঐতিহ্য আজকের নয়। কিন্তু সেই ঐতিহ্যের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গত ডিসেম্বরে। কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সেখানে বলা হয় ময়দান এলাকায় ঘোড়ার গাড়ির চলাচল বন্ধ করা হোক। মামলাকারীদের বক্তব্য, ময়দান চত্বরে যে ঘোড়াগুলিকে দিয়ে যাত্রী বওয়ানো হয়, তা এক প্রকার পশু নির্যাতনের সমান।
মামলাকারীদের দাবি, ঘোড়াগুলিকে ঠিক মতো খেতে দেওয়া হয় না, কোনওরকম যত্ন নেই তাদের, নেই উপযুক্ত চিকিৎসা। দুর্বল, রোগাতুর ঘোড়াগুলিকে দিয়ে গাড়ি ছোটানো অপরাধের সমান বলে দাবি করা হয়। ঘোড়াদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি নজর দেওয়ার কথা বলা হয়েছিল আগের শুনানিতেই। এ প্রসঙ্গে মামলাকারীর আইনজীবী বম্বে হাইকোর্টের একটি মামলার কথাও তুলে ধরেছিলেন। পাল্টা রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, সংবেদনশীল এই বিষয়ে রাজ্য সচেতন। কোনও অবলা জীবের উপর কোনও রকম নিষ্ঠুরতা বরদাস্ত করবে না রাজ্য। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলেই সরকারের আইনজীবী জানিয়েছিলেন। এক মাস সময়ও চেয়েছিলেন তাঁরা। মঙ্গলবার ফের সেই মামলার শুনানি হয়।
আরও পড়ুন: ‘আমরা বাংলার প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীর প্রতি কৃতজ্ঞ’, ট্যাবলো বিতর্কে মমতাকে চিঠি রাজনাথের