Hooghly: খালের ধারে সদ্যোজাত শিশু কন্যার দেহ উদ্ধার

Hooghly: এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা শিশুর দেহ ফেলে রেখে গিয়েছে,  খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকাল থেকে রাত বারোটা পর্যন্ত চলাচল করে এই রাস্তায়।

Hooghly: খালের ধারে সদ্যোজাত শিশু কন্যার দেহ উদ্ধার
শিশুকন্যার দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 3:54 PM

 হুগলি:  সদ্যোজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়াল হুগলির চণ্ডীতলা থানার বামনডাঙ্গা লোহারপোল এলাকায়। রবিবার বেলায় চণ্ডীতলার কলাছড়া থেকে ভগবতীপুর যাওয়ার রাস্তার বামনডাঙা লোহারপোল এলাকায় খালের ধরে মৃত শিশুর দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা শিশুর দেহ ফেলে রেখে গিয়েছে,  খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকাল থেকে রাত বারোটা পর্যন্ত চলাচল করে এই রাস্তায়। গভীর রাতে কেউ বা কারা দেহ ফেলে রেখে গিয়েছে।তাঁদের আরও দাবি, যদি কন্যা সন্তান হওয়ার কারণে ফেলা দেওয়া হয় তা খুবই নিন্দাজনক।

আশপাশের এলাকায় কোনও নার্সিংহোম, হাসপাতাল রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। মনে করা হচ্ছে সদ্যোজাতকে অন্য জায়গা থেকে এনে এখানে খালের ধারে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।