AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AC Local Train: শিয়ালদহ-রানাঘাট মান্থলি ২৪৩০ টাকা! কখন ছাড়বে, কোথায় দাঁড়াবে, জেনারেল টিকিটের কত ভাড়া বাংলার প্রথম এসি লোকালের

AC Local Train: রেল সূত্রে খবর, গোটা ট্রেনে আসন সংখ্যা ১১২৬। সকাল ৮টায় ডাউন লোকাল হয়ে আসবে শিয়ালদহ পর্যন্ত। যাত্রাপথে দাঁড়াবে চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, বিধাননগরে।

AC Local Train: শিয়ালদহ-রানাঘাট মান্থলি ২৪৩০ টাকা! কখন ছাড়বে, কোথায় দাঁড়াবে, জেনারেল টিকিটের কত ভাড়া বাংলার প্রথম এসি লোকালের
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 08, 2025 | 12:12 AM
Share

কলকাতা: হাতে আর দু’টো দিন। কোনও বড়সড় রদবদল না বলে সপ্তাহান্তেই উদ্বোধন হয়ে যাচ্ছে বাংলার প্রথম এসি লোকাল। চলবে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত। যা নিয়ে যাত্রীদের মধ্যে উন্মাদনার অন্ত নেই। উদ্বোধন হতে পারে বাংলারই দুই কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে। এরইমধ্যে এবার বড় আপডেট নিয়ে চলে এল রেল। কোন কোন স্টেশনে দাঁড়াবে এই ট্রেন, ভাড়া কত, সবই বিশদে জানিয়ে দিল। 

কখন ছাড়বে?

রেল সূত্রে খবর, গোটা ট্রেনে আসন সংখ্যা ১১২৬। সকাল ৮টায় ডাউন লোকাল হয়ে আসবে শিয়ালদহ পর্যন্ত। যাত্রাপথে দাঁড়াবে চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, বিধাননগরে। আবার সন্ধ্যা ৬টা বেজে ৫০ মিনিটে শিয়ালদহ থেকে আপ লোকাল হয়ে ফিরে যাবে একই পথে। 

কত ভাড়া? 

রেল সূত্রে খবর, দমদম পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ৩৫ টাকা, ব্যারাকপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ৬০ টাকা, নৈহাটি পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ৯০ টাকা। রানাঘাট পর্যন্ত যেতে হলে দিতে হবে ১২০ টাকা। ঠিক একইভাবে মান্থলি টিকিটের ক্ষেত্রে দমদম পর্যন্ত যেতে হলে দিতে হবে ৬২০ টাকা, ব্যারাকপুর পর্যন্ত ১২৭৫, নৈহাটি পর্যন্ত মান্থলি ১৮১০ টাকা, অন্যদিকে রানাঘাট পর্যন্ত মান্থলি হবে ২৪৩০ টাকা। 

এই লোকাল ট্রেনে থাকছে ১২টি কোচ। সব কোচই এসি। দূরপাল্লার ট্রেনের মতো একটি কোচের সঙ্গে আর একটি কোচ জোড়া থাকবে ভেস্টিবুলার গ্যাংওয়ে দিয়ে। ফলে চলন্ত ট্রেনেই এক কোচ থেকে আর এক কোচে অনায়াসে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। সর্বোচ্চ স্পিড থাকছে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।