Sudip Banerjee: স্থাবর-অস্থাবর সম্পত্তিতে কোটিপতি স্ত্রী নয়না, সুদীপের মোট সম্পত্তি কত জানেন?
Sudip Banerjee: ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় হলফনামায় সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সেই সময় তাঁর হাতে ছিল প্রায় ১ লক্ষ ৪ হাজার টাকা। স্ত্রীর হাতে ছিল ২৩ হাজার ৭০৭ টাকা। অন্যদিকে দিল্লি ও কলকাতার ন’টি ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে সুদীপের টাকা। পোস্ট অফিসে স্ত্রীর সঙ্গে রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট।
কলকাতা: তিনি উত্তর কলকাতার সাংসদ। তৃণমূলের হেভিওয়েট নেতা। সংসদে বিজেপি বিরোধী মুখদের মধ্যে একেবারে প্রখমসারিতে থাকেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে বিএসসি-তে স্নাতক। সেই সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের সম্পত্তি কত জানেন? শেষবার ২৪ এপ্রিল ২০১৯ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বলছে, ২০১৪ সালে তাঁর বার্ষিক আয় ছিল ৯ লক্ষ ৮১ হাজার ৬৫ টাকা। ২০১৭ সালে তা বেড়ে দাঁড়ায় ১২ লক্ষ ৬৫ হাজার ৬১৩। ২০১৮ সালে তা ছিল ১৪ লক্ষ ৭৩ হাজার ৪২৬ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিও নেহাত কম নয়। চোদ্দো সালে তাঁর বার্ষিক আয় ছিল ৫ লক্ষ ৮৭ হাজার ৫৭৮ টাকা। ২০১৮ সালে তা কিছুটা কমে দাঁড়ায় ৪ লক্ষ ৭৭ হাজার ৪৮৫ টাকা।
যে সময় এই হলফনামা জমা দেওয়া হয়েছে সেই সময় তাঁর হাতে ছিল প্রায় ১ লক্ষ ৪ হাজার টাকা। স্ত্রীর হাতে ছিল ২৩ হাজার ৭০৭ টাকা। অন্যদিকে দিল্লি ও কলকাতার ন’টি ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে সুদীপের টাকা। পোস্ট অফিসে স্ত্রীর সঙ্গে রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট। বাড়িতে রয়েছে দু’টি চারচাকা। একটির দাম ৮ লক্ষ ৬৭ হাজার ৫৫৯ টাকা। অন্যটির দাম ২৬ লক্ষ ৪০ হাজার ৮০১ টাকা। ব্যাঙ্ক ব্যালেন্স ও গাড়ি সবটা মিলিয়ে এই খাতে সুদীপের অস্থাবর সম্পত্তি ১ কোটি ৭০ লক্ষ ৬৯ হাজার ৪৮৯ টাকা।
অন্যদিকে ৭টি ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকার পাশাপাশি পোস্ট অফিস, এলআইসি-তে টাকা রয়েছে সুদীপের স্ত্রী নয়নার। রয়েছে ৮০ হাজারের একটি গাড়ি। সোনার গয়না রয়েছে ৮ লক্ষ ৫৭ হাজার ২৭৫ টাকার। সবমিলিয়ে নয়নার অস্থাবর সম্পত্তি ৪৭ লক্ষ ৭৫ হাজার ৮৫৪ টাকা। নয়নার নামে রয়েছে শহরের একাধিক প্রান্তে জমি। জমি জায়গা ফ্ল্যাট রয়েছে সুদীপের নামে। নয়নার নামে থাকা জমি-জায়গা ও ফ্ল্যাটের মূল্য ২ কোটি ৪ লক্ষ ৭৭ হাজার ৭২৪। সুদীপের স্থাবর সম্পত্তির বর্তমান বাজারদর ১ কোটি ৮৮ লক্ষ ৫৩ হাজার ২৮৮ টাকা।