Calcutta High Court: বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে FIR! মামলা খারিজের আবেদন হাইকোর্টে
Calcutta High Court: এফআইয়ার খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ছবির পরিচালক ও প্রয়োজক। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে দায়ের হয়েছে মামলা। অভিযোগকারীর বক্তব্য, ওই সিনেমায় এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা খুবই বিতর্কিত।

কলকাতা: মুক্তির আগে এখনও বাকি বেশ খানিকটা সময়। কিন্তু, টিজার রিলিজ হতেই তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। আগেই পর বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে মুর্শিদাবাদে দায়ের হয়েছিল অভিযোগ। এবার জল গড়াল কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যেই বিবেক অগ্নিহোত্রী ও প্রযোজক পল্লবী যোশীর বিরুদ্ধে লেক টাউন থানায় দায়ের হয়েছে এফআইআর।
এফআইয়ার খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ছবির পরিচালক ও প্রয়োজক। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে দায়ের হয়েছে মামলা। অভিযোগকারীর বক্তব্য, ওই সিনেমায় এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা খুবই বিতর্কিত। এমন কিছু সাম্প্রদায়িক কথাবার্তা তুলে ধরা হয়েছে যা বাংলার সংস্কৃতিকে কলুষিত করবে বলেই অভিযোগ করছেন তিনি।
এর আগে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল পরিচালিত ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব কুন্ডু। সেখানেও হেট স্পিচ ও হিন্দু দেব-দেবীদের অপমান করার অভিযোগ তোলা হয়েছে পরিচালক ও প্রোডিউসারের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, যেভাবে ঘৃণ্য ভাষার প্রয়োগ হচ্ছে তাতে সনাতন ভাবধারা-ধর্মকে আঘাত করবে।
