Deys medical: লাগল আগুন, গলগল করে বেরচ্ছে কালো ধোঁয়া, বন্ডেলগেটে দে’জ মেজিক্যালের কারখানা পুড়ে ছাই
Khidirpore: স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল পাঁচটা বন্ডেল গেটের এই কারখানায় আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অনুমান ওই শর্ট-সার্কিট থেকে কারখানায় আগুন লেগে গিয়েছে। এরপরই দাউদাউ করে জ্বলে ওঠে পুরো কারখানাটি।

বন্ডেল গেটে আগুনImage Credit: Tv9 Bangla
কলকাতা: আবারও অগ্নিকাণ্ড কলকাতায়। এবার বন্ডেলগেটে ওষুধের কারখানায় বিধ্বংসী আগুন। জানা যাচ্ছে, ওই ওষুধের কারখানাটি দে মেডিক্যালের। দাউ-দাউ করে জ্বলছে কারখানাটি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের এগারোটি ইঞ্জিন।
- স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল পাঁচটা বন্ডেল গেটের এই কারখানায় আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অনুমান ওই শর্ট-সার্কিট থেকে কারখানায় আগুন লেগে গিয়েছে। এরপরই দাউদাউ করে জ্বলে ওঠে পুরো কারখানাটি। চারিদিক পুরো ধোঁয়ায় ঢেকে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।
- তবে স্থানীয় মানুষজনের দাবি, তাঁরা অনেকক্ষণ আগেই খবর দিয়েছিলেন দমকলে। তবে তারা আসতে দেরি করেন। সেই কারণে আগুনের তীব্রতা এতটা বেড়েছে। এর পাশাপাশি যেহেতু কারখনায় মজুত ছিল প্রচুর কেমিক্যাল সেই কারণেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে। এ দিকে আগুনের তীব্রতা বাড়তেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি এলাকায় ভিড় জমান।
- তাঁরা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন। এদিকে, আগুন লাগতেই আশপাশের বাড়ির লোকজন নিজের ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করেন। কারণ, যেহেতু ঘিঞ্জি এলাকা, সেই কারণে যাতে আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে না পড়ে তাই তাঁরা ঘর থেকে বেরিয়ে আসেন।
- এ দিন, ঘটনাস্থলে পৌঁছন মেয়র পারিষদ দেবাশিস কুমার। জানা যাচ্ছে, এক দমকল কর্মী আহত হয়েছেন।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?

