কলকাতা: রাজ্যে বাড়-বাড়ন্ত ডেঙ্গির। বিভিন্ন পুরসভাগুলি ইতিমধ্যেই তৎপর হয়েছে ডেঙ্গি নিয়ন্ত্রণে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এর মধ্যে সব থেকে খারাপ অবস্থা মালদহ ও মুর্শিদাবাদে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের সবকটি পুরসভার চেয়ারম্যানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী ৮ই অগস্ট ডাকলেন বৈঠক।
কলকাতা এবং রাজ্যের প্রতিটি জেলায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। আগের বছরের তুলনায় চলতি মরশুমে যেহেতু দেরিতে বর্ষা এসেছে সেই কারণে বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রশাসনের। যাতে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে না যায় সেই কারণে এবার পুরসভার চেয়ারম্যান এবং মেয়রদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন রাজ্যে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
রাজ্যের মন্ত্রী এদিন বলেন, “মশার আঁতুরঘরগুলি তৈরি করার জায়গা আগের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়েছে। ডিম এখন অন্য জায়গায় পাড়ে। সে কারণেই এই আঁতুঘর গুলি ধ্বংস করা অত্যন্ত প্রয়োজন। কীভাবে ডেঙ্গি মোকাবিলায় কাজ করতে হবে এবং কোথায় মূলত গুরুত্ব দিতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।”
তবে শুধু মালদহ ও মুর্শিদাবাদ নয়, ডেঙ্গি পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়ও। পুর এলাকাগুলি ডেঙ্গিতে কাবু হতে চলেছে। এই কারণেই এই বৈঠক দেখে মূলত স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের উপস্থিতিতেই ডেঙ্গি মোকাবিলার পাঠ দেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন।