কলকাতা : মুখ্যমন্ত্রী মমতাকে না জানিয়েই নাকি পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল পুরনিগম কর্তৃপক্ষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সে কথা জানতে পেরেই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কুণাল ঘোষের এমন দাবিতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ আসেনি বলে সাফ জানিয়েছেন ফিরহাদ। শুধু তাই নয়, এমন একটি প্রশাসনিক বিষয় কেন এভাবে সামনে আনা হল, তা নিয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিনি বুঝিয়ে দিয়েছেন, তাঁর ও মুখ্যমন্ত্রীর ব্যাপারে ‘অন্য কার’ও কথা বলা পছন্দ করেননি তিনি।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে বলেন, ‘সংবাদমাধ্যমে এমনভাবে বলা উচিত হয়নি। এখনও পর্যন্ত আমার কাছে এই মর্মে কোনও নির্দেশ আসেনি। মুখ্যমন্ত্রী বললে নিশ্চই সিদ্ধান্ত প্রত্যাহার করব।’
বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কেন কথা বললেন, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন মেয়র। তিনি বলেন, ‘আমি বিষয়টিতে যথেষ্ট ক্ষুব্ধ। আমাকে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে কোনও বিজ্ঞপ্তি প্রত্যাহারের জন্য নির্দেশ দেননি। তাহলে আমি কেন প্রত্যাহার করব? এটা আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যাপার। অন্য কেউ কেন সাংবাদিকদের সামনে বিষয়টিকে নিয়ে আসবেন? এটা আমাদের প্রশাসনের ব্যাপার প্রশাসনিক ভাবে বুঝে নেব।’
শুক্রবার দুপুরে পার্কিং ফি নিয়ে প্রশ্নের মুখে কুণাল ঘোষ দাবি করেন, পার্কিং ফি বাড়ানোর বিষয়টি নাকি মুখ্যমন্ত্রীর অনুমতি বা অনুমোদন নিয়ে করা হয়নি। তিনি আরও বলেন, ‘যে স্তরেই সিদ্ধান্তটা নেওয়া হোক, সেটা সরকার বা দল অনুমোদন করে না। মুখ্যমন্ত্রী মহানাগরিককে (মেয়র ফিরহাদ হাকিম) জানিয়ে দিয়েছেন, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করতে হবে। আজকের মধ্যেই পুরনিগমকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে।’ কুণালের এই বক্তব্যের পরই ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম।