Firhad Hakim on Red Beacon Light: দোকানে লালবাতির বিক্রিতে কোনও নিয়ন্ত্রণ নেই সরকারের, জানালেন মন্ত্রী

Firhad Hakim on Red Beacon Light: সম্প্রতি অনুব্রত মণ্ডলের লালবাতি লাগানো গাড়ি নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। কেন অনুব্রত কোনও প্রশাসনিক পদে না থেকেও লালবাতি গাড়ি নিয়ে ঘোরেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে। আর সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন ফিরহাদ হাকিম।

Firhad Hakim on Red Beacon Light: দোকানে লালবাতির বিক্রিতে কোনও নিয়ন্ত্রণ নেই সরকারের, জানালেন মন্ত্রী
লালবাতি নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2022 | 1:51 PM

কলকাতা : কারা গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারেন তার সুস্পষ্ট নির্দেশিকা রয়েছে। তা সত্ত্বেও সেই তালিকার বাইরে থাকা কেউ কেউ লালবাতি ব্যবহার করছেন এমন অভিযোগ উঠেছে। আর সম্প্রতি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা হওয়ায় সেই অভিযোগ আরও প্রকট হয়েছে। আর এবার সেই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানালেন লাল বাতিগুলি দোকানে বিক্রি হয়, আর সেই বিক্রি নিয়ন্ত্রণ করতে পারে না সরকার। সরকারও প্রয়োজনে ওই দোকান থেকেই লালবাতি কেনে বলে জানিয়েছেন তিনি।

লালবাতি ব্যবহারের ক্ষেত্রে কেন সরকারের নিয়ন্ত্রণ থাকছে না সেই প্রশ্নের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিভিন্ন দোকানে লাল বাতি বিক্রি হয়। সেইসব দোকানগুলোতে সরকার তল্লাশি চালাতে পারে না। কারণ সরকারও সেই বাতিগুলি প্রয়োজনে কেনে। দোকানে লালবাতি বিক্রি করা নিয়ে কোনও নিয়ন্ত্রণ নেই বলেই জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, পুলিশকে বলা হয়েছে লাল বাতি কারা ব্যবহার করতে পারে সেই গাড়ির একটি তালিকা কাছে রাখতে। মুখ্যমন্ত্রী নিজে সেই তালিকা দেখে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন ফিরহাদ। সেই তালিকার বাইরে কেউ যদি গাড়িতে নীল বাতি বা লাল বাতি ব্যবহার করেন তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।

কোনও প্রশাসনিক পদে নেই, বিধায়ক বা সাংসদও নন, শুধুমাত্র রাজনৈতিক দলের একটি পদে থেকেও কী ভাবে এই সুবিধা পাচ্ছেন অনুব্রত মণ্ডল, সেই প্রশ্নই উঠেছে আদালতে। আর সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম সরাসরি দাবি করেছিলেন, অনুব্রতর গাড়িতে লালবাতির ব্যবহার ঠিক নয়। তাঁর লালবাতি ব্যবহারের কোনও অধিকারই নেই বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে পরিবহণ মন্ত্রীর হুঁশিয়ারি দেন, আইন ভেঙে কেউ গাড়িতে লালবাতি কিংবা নীলবাতি ব্যবহার করলে এবার সেই গাড়ি বাজেয়াপ্ত করবে সরকার।

উল্লেখ্য, লালবাতির গাড়ি মূলত দু’রকমের হয়। একটি ফ্ল্যাশ যুক্ত লালবাতি আর অন্যটি ফ্ল্যাশ বিহীন লালবাতির গাড়ি। ফ্ল্যাশ যুক্ত লালবাতির গাড়িতে চড়তে পারেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ, রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী, বিধানসভার বিরোধী দলনেতা, হাইকোর্টের বিচারপতি। অন্যদিকে ফ্ল্যাশবিহীন লালবাতির গাড়িতে চড়তে পারেন  রাজ্য সরকারের প্রতিমন্ত্রীরা, বিধানসভার ডেপুটি স্পিকার, কলকাতা পুরসভার মেয়র, রাজ্য সরকারের মুখ্যসচিব। সেই হিসেবে অনুব্রত মণ্ডলের গাড়িতে কোনওভাবেই লালবাতি থাকার কথা নয় বলেই মত ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন : Suvendu Adhikari: ‘সুস্থ নেতা ভর্তি থাকেন উডবার্নে, বার্ন ইউনিট না থাকায় মৃত্যু হয় রোগীর’, চাঁচাছোলা আক্রমণ শুভেন্দুর