Firhad on Yasser Haidar: ‘ফিরহাদ হাকিমের আত্মীয় কোনও পরিচয়ই নয়’, জামাই দলবদল করতেই ফুঁসে উঠলেন ববি
Firhad on Yasser Haidar: উল্লেখ্য, এ দিন ইয়াসির হায়দর তৃণমূলে ছাড়তেই গুঞ্জন ছড়ায় রাজনৈতিক মহলে। কারণ একদিকে যেমন তিনি রাজ্যের মন্ত্রীর আত্মীয়, অপরদিকে এমন একটা সময় দল ছাড়লেন যখন সামনেই লোকসভা ভোট।
কলকাতা: তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দর। প্রাক্তন দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন তিনি। তবে জামাইয়ের দলবদল গুরুত্ব দিচ্ছেন না শ্বশুর। সঙ্গে-সঙ্গে সাফ-সাফ জানালেন ফিরহাদ হাকিমের আত্মীয় এটা কোনও পরিচয়ই নয়। এরা আগাছা। পরজীবী।
উল্লেখ্য, এ দিন ইয়াসির হায়দর তৃণমূলে ছাড়তেই গুঞ্জন ছড়ায় রাজনৈতিক মহলে। কারণ একদিকে যেমন তিনি রাজ্যের মন্ত্রীর আত্মীয়, অপরদিকে এমন একটা সময় দল ছাড়লেন যখন সামনেই লোকসভা ভোট। ফলে নির্বাচনের আগে যে শাসকদল ধাক্কা খেল তেমনই মনে করছে রাজনৈতিক মহল। তবে বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ ববি হাকিম।
সাফ জানালেন, “আমার মনে হয় এবার কংগ্রেস দলটাই উঠে যাবে। যাঁরা আত্মীয়স্বজন নিয়ে কারবার করেন, তাঁরা দল করেন না। যদি কেউ নেতা হন, তখন কি তাঁর পরিচয় হতে পারে তিনি ফিরহাদ হাকিমের লোক? এরা হল আগাছা-পরজীবী।”
২০২১ সালে বিধানসভা ভোটের সময় টিকিট না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ইয়াসির হায়দর। ফেসবুকেও পোস্ট করেন। তখন থেকেই বিদ্রোহী হিসাবে পরিচিত ইয়াসির। এবার লোকসভা ভোটের প্রাক্কালে ঠেকানো গেল না তাঁকে। অধীরের পাশে বসে তুলে নিলেন হাত পতাকা। শুধু তাই নয়, জানালেন, দলে থেকে কাজ করতে পারছিলেন না। সঙ্গে আরও জানালেন, “তৃণমূলে যেমন দেখেন আপনারা তোলাবাজি-দুর্নীতি, এই কোনও কিছুর সঙ্গেই আমি যুক্ত ছিলাম না। আমি আমার সবটুকু দিয়ে কাজ করছিলাম। কিন্তু ২০১৯ কেন আমায় প্রার্থী করা হল না বুঝতে পারলাম না। উচ্চ-নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হল না।”