কলকাতা : গত কয়েকদিন ধরে একটু একটু করে কুয়াশা বাড়ছে। শীত পড়ার পর থেকে আজ প্রথমবার ঘন কুয়াশায় ঢাকল শহর। বুধবার সকালে শহরের বেশির ভাগ অংশে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। রাস্তায় যান চলাচলের গতি যেমন শ্লথ হয়ে যায়, অন্যদিকে প্রভাব পড়ল বিমান চলাচলেও। এ দিন সকালে বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েছে বলে জানানো হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। সকাল ৫ টা ৩৭ থেকে ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত কোনও বিমান ওড়েনি কলকাতা বিমানবন্দর থেকে।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার সকালে জানিয়েছে, এ দিন সকাল ৬ টায় দৃশ্যমানতা কমে হয় ১০০ মিটার। তার ফলে অনেক বিমান ওই সময়ে ওড়ার কথা থাকলেও, তা ওড়ানো সম্ভব হয়নি। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকাই এ দিন কুয়াশায় ঢেকে গিয়েছিল।
শুধু বিমানবন্দর নয়, নিউ টাউন, রাজার হাট, সল্টলেক, ইএম বাইপাস সহ একাধিক জায়গায় ঘন কুয়াশা দেখা যায় এ দিন। যার জেরে যান চলাচলেও সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই কুয়াশার কারণে এ দিন সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলের গতি শ্লথ হয়ে যায়।
অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন কলকাতার আকাশ মেঘলা থাকবে সারাদিন। সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা সরে যাবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৮ শতাংশ। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্রমশ উন্নতি হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি-যন্ত্রণা জারি থাকছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজও। এ দিকে কলকাতায় রাতের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। একধাক্কায় অনেকটা কমার সম্ভাবনা নেই। কুয়াশাই শীতের পছে বাধা হয়ে দাঁড়াবে আপাতত। স্বাভাবিক কিংবা স্বাভাবিকের ওপরে থাকবে রাতের তাপমাত্রা।
১১ তারিখের পর দু’তিন দিনের জন্য রাতের তাপমাত্রা একটু একটু করে কমবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে আপাতত খুব শীতের কোনও খবর নেই। তাই ডিসেম্বর মাসে জাঁকিয়ে শীতের জন্য আরও সপ্তাহ দুই অপেক্ষা করতে হবে কলকাতাবাসীকে।
আরও পড়ুন : KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জোরালো সওয়াল বঙ্গ বিজেপির, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি
এ দিকে, জাওয়াদের সরাসরি প্রভাব পড়েনি বাংলায়। প্রভাব না পড়লেও, নিম্নচাপের জেরে সোমবার দিনভর বৃষ্টিতে ভেসেছে কলকাতা সহ উকূলবর্তী জেলাগুলি। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। জল জমেছে যত্রতত্র। সমুদ্র উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন : Mamata Banerjee on Municipality Election: রাজ্যের বাকি পুরভোট আগামী ২-৩ মাসেই, প্রশাসনিক বৈঠকে জানালেন মমতা