Eden Gardens: রবিবার ইডেনে দিনরাতের ম্যাচ, নাইট কার্ফু বহাল নিয়ে এখনও সংশয়

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 20, 2021 | 3:58 PM

Night Curfew: সিএবি এ নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে। তবে শনিবার দুপুর পর্যন্ত লালবাজারের কাছে কোনও নির্দেশ আসেনি।

Follow Us

কলকাতা: রবিবার ইডেনে দিনরাতের টি-টোয়েন্টি ম্যাচ। উত্তেজনায় ফুটছে মহানগর। এতদিন পর ক্রিকেটের নন্দনকাননে আন্তর্জাতিক ম্যাচ। শেষবেলার প্রস্তুতিও চলছে জোর কদমে। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে রবিবার রাতের মেট্রো পরিষেবা। কিন্তু সমস্যা অন্য জায়গায়। কোভিডের কারণে এখন তো রাত ১১টার পর থেকে নাইট কার্ফু থাকে। রাত্রিকালীন বিধিনিষেধ বলবৎ থাকলে কী ভাবে ম্যাচ দেখে বাড়ি ফিরবেন দর্শকরা? সিএবি এ নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে। রাতের বিধিনিষেধ যাতে শিথিল করা যায়, জানানো হয়েছে সে আবেদনই। তবে এখনও কোনও উত্তর আসেনি বলেই সূত্রের খবর।

দু’ বছর আগে ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট আয়োজিত হয়েছিল ইডেন গার্ডেন্সে। এরপর ২০২০-র মার্চে দক্ষিণ আফ্রিকা সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা সম্ভব হয়নি। বাতিল হয়ে যায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। এতদিন পর আবার রবিবারের কলকাতায় আন্তর্জাতিক ম্যাচ। ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ কলকাতায়।

ইতিমধ্যেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে আবেদন জানানো হয়েছে সিএবির তরফে। তবে লালবাজার সূত্রে এখনও যা খবর, এ সংক্রান্ত কোনও নির্দেশ এখনও তাদের হাতে এসে পৌঁছয়নি। লালবাজার এখনও অপেক্ষায় নবান্ন থেকে সবুজ সঙ্কেত আসার। সূত্রের খবর, মৌখিক ভাবে সিএবির তরফ থেকে কলকাতা পুলিশকে জানানো হয়েছিল রাত ১০টা ১০-এ খেলা শেষ হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে যাবে ১০টা ২০-এর মধ্যে।

ফলে যাঁরা খেলা দেখতে আসবেন তাঁরা ১১টার মধ্যে শহর ছেড়ে বেরিয়ে যেতে পারবেন। সেই সংক্রান্ত সমস্ত ব্যবস্থাই রাখা হয়েছে। কোনও সমস্যা হবে না। তবে যাঁরা খেলা দেখতে আসবেন, তাঁদের একটা উদ্বেগ থেকেই যাচ্ছে। কোনও ভাবে যদি তাঁরা ১১টার মধ্যে বেরোতে না পারেন, তা হলে কি তাঁদের পুলিশের কড়াকড়ির মধ্যে পড়তে হবে? লালবাজার সূত্রে খবর, তাদের কাছে এ নিয়ে এখনও কোনও নির্দেশ আসেনি।


ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১০টায় এসপ্ল্যানেড স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের দিকে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। শুধুমাত্র স্মার্ট কার্ড বিক্রির জন্য এসপ্ল্যানেড স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে। কোনও টোকেন দেওয়া হবে না। যাত্রীদের সুবিধার্থে আপ-ডাউন উভয় দিকে সমস্ত স্টেশনে ট্রেন দাঁড়াবে। উল্লেখ্য, রবিবার ১২০টি মেট্রো চলাচল করলেও অতিরিক্ত পরিষেবা হিসেবে এই ট্রেন চালানো হবে।

প্রসঙ্গত, ২১ নভেম্বর ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে কলকাতায়। এরপর ফের ১২ ফেব্রুয়ারি ২০২২ ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। ভারত সফরে তিনটে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ ও দু’টো টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ভারত সফরে তিনটে একদিনের ম্যাচের সিরিজ আর তিনটে টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: Tiljala: বাইকের পিছনে বসা হাত বাঁধা দুই নাবালিকা, পুলিশ ধরতেই কান্না শুরু! চাঞ্চল্যকর ঘটনা খাস কলকাতায়

কলকাতা: রবিবার ইডেনে দিনরাতের টি-টোয়েন্টি ম্যাচ। উত্তেজনায় ফুটছে মহানগর। এতদিন পর ক্রিকেটের নন্দনকাননে আন্তর্জাতিক ম্যাচ। শেষবেলার প্রস্তুতিও চলছে জোর কদমে। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে রবিবার রাতের মেট্রো পরিষেবা। কিন্তু সমস্যা অন্য জায়গায়। কোভিডের কারণে এখন তো রাত ১১টার পর থেকে নাইট কার্ফু থাকে। রাত্রিকালীন বিধিনিষেধ বলবৎ থাকলে কী ভাবে ম্যাচ দেখে বাড়ি ফিরবেন দর্শকরা? সিএবি এ নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে। রাতের বিধিনিষেধ যাতে শিথিল করা যায়, জানানো হয়েছে সে আবেদনই। তবে এখনও কোনও উত্তর আসেনি বলেই সূত্রের খবর।

দু’ বছর আগে ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট আয়োজিত হয়েছিল ইডেন গার্ডেন্সে। এরপর ২০২০-র মার্চে দক্ষিণ আফ্রিকা সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা সম্ভব হয়নি। বাতিল হয়ে যায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। এতদিন পর আবার রবিবারের কলকাতায় আন্তর্জাতিক ম্যাচ। ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ কলকাতায়।

ইতিমধ্যেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে আবেদন জানানো হয়েছে সিএবির তরফে। তবে লালবাজার সূত্রে এখনও যা খবর, এ সংক্রান্ত কোনও নির্দেশ এখনও তাদের হাতে এসে পৌঁছয়নি। লালবাজার এখনও অপেক্ষায় নবান্ন থেকে সবুজ সঙ্কেত আসার। সূত্রের খবর, মৌখিক ভাবে সিএবির তরফ থেকে কলকাতা পুলিশকে জানানো হয়েছিল রাত ১০টা ১০-এ খেলা শেষ হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে যাবে ১০টা ২০-এর মধ্যে।

ফলে যাঁরা খেলা দেখতে আসবেন তাঁরা ১১টার মধ্যে শহর ছেড়ে বেরিয়ে যেতে পারবেন। সেই সংক্রান্ত সমস্ত ব্যবস্থাই রাখা হয়েছে। কোনও সমস্যা হবে না। তবে যাঁরা খেলা দেখতে আসবেন, তাঁদের একটা উদ্বেগ থেকেই যাচ্ছে। কোনও ভাবে যদি তাঁরা ১১টার মধ্যে বেরোতে না পারেন, তা হলে কি তাঁদের পুলিশের কড়াকড়ির মধ্যে পড়তে হবে? লালবাজার সূত্রে খবর, তাদের কাছে এ নিয়ে এখনও কোনও নির্দেশ আসেনি।


ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১০টায় এসপ্ল্যানেড স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের দিকে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। শুধুমাত্র স্মার্ট কার্ড বিক্রির জন্য এসপ্ল্যানেড স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে। কোনও টোকেন দেওয়া হবে না। যাত্রীদের সুবিধার্থে আপ-ডাউন উভয় দিকে সমস্ত স্টেশনে ট্রেন দাঁড়াবে। উল্লেখ্য, রবিবার ১২০টি মেট্রো চলাচল করলেও অতিরিক্ত পরিষেবা হিসেবে এই ট্রেন চালানো হবে।

প্রসঙ্গত, ২১ নভেম্বর ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে কলকাতায়। এরপর ফের ১২ ফেব্রুয়ারি ২০২২ ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। ভারত সফরে তিনটে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ ও দু’টো টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ভারত সফরে তিনটে একদিনের ম্যাচের সিরিজ আর তিনটে টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: Tiljala: বাইকের পিছনে বসা হাত বাঁধা দুই নাবালিকা, পুলিশ ধরতেই কান্না শুরু! চাঞ্চল্যকর ঘটনা খাস কলকাতায়

Next Article