Tapas Roy: বিজেপিতে যোগ দিলেন তাপস রায়, ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 06, 2024 | 6:09 PM

Tapas Roy: বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু অধিকারী ও অধিকারী পরিবারের প্রতি কৃতজ্ঞতার ঝুলি উপুড় করে দিলেন তাপস রায়। জানালেন, "অধিকারীদের সঙ্গে আমার সম্পর্ক বহু বছরের। একটা সময় এই পরিবারে যাতায়াত ছিল। থেকেছি, খেয়েছি, ছাত্র-যুব আন্দোলন করেছি। দীর্ঘ বছরের সম্পর্ক। একটু আগেই দিব্যেন্দুর ফোন এসেছিল।"

Tapas Roy: বিজেপিতে যোগ দিলেন তাপস রায়, ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলে
বিজেপিতে যোগ দিলেন তাপস রায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ভোট আসতেই রাজ্য রাজনীতিতে অতি প্রাসঙ্গিক হয়ে উঠছে দলবদলের ‘খেলা’। তৃণমূল ছাড়ার পর আজ বুধবারই বিজেপিতে যোগদান তাপস রায়ের। তিনবারের বরানগরের বিধায়ক ছিলেন তিনি। সেই তাপস আজ যোগ দিলেন তৃণমূলে। এদিন তাঁর যোগদান অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। সল্টলেকে বিজেপি কার্যালয়ে যোগ দেন তাপস রায়। তৃণমূলের সঙ্গে ২৩-২৪ বছরের সম্পর্ক তাপসের। সোমবার সেই যোগ ছিন্ন করেন তাপস। তৃণমূলের সদস্যপদ ছাড়ার পাশাপাশি ছাড়েন বিধায়ক পদও। তৃণমূল সবরকমভাবে তাপসকে আটকাতে মরিয়া ছিল। তবে সিদ্ধান্তে অনড় ছিলেন তাপস। এমনকী এখনও বিধায়ক হিসাবে তাঁর ইস্তফাপত্রও গৃহীত হয়নি।

এদিন বিজেপিতে যোগ দিয়ে তাপস রায় বলেন, “আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদীজীর পরিবারের সদস্য হলাম। বাংলায় অরাজকতা চলছে। এই সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারদের সরকার, শিবু হাজরাদের সরকার। এই সরকার সংবিধান আইনকানুনের কথা বলে। অথচ হাইকোর্টের নির্দেশ মানে না। বাংলা থেকে এই অমানবিক জলদস্যুদের সরিয়ে সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, তাই বিজেপিতে যোগ দিলাম।”

বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু অধিকারী ও অধিকারী পরিবারের প্রতি কৃতজ্ঞতার ঝুলি উপুড় করে দিলেন তাপস রায়। জানালেন, “অধিকারীদের সঙ্গে আমার সম্পর্ক বহু বছরের। একটা সময় এই পরিবারে যাতায়াত ছিল। থেকেছি, খেয়েছি, ছাত্র-যুব আন্দোলন করেছি। দীর্ঘ বছরের সম্পর্ক। একটু আগেই দিব্যেন্দুর ফোন এসেছিল।”

এদিকে তাপস রায়ের প্রশংসাও শোনা যায় শুভেন্দু-সুকান্তদের গলায়। নতুন সদস্যকে দলে পেয়ে
শুভেন্দু অধিকারী এদিন বলেন, স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের দল চায়। তাপস রায় অভিজ্ঞ রাজনীতিবিদ। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে বলেন, বাংলায় বিজেপির হাত শক্ত হচ্ছে। সুকান্ত মজুমদারও বলেন, স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করেছেন তাপস রায়।

Next Article