Fraud Case: লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, আইনজীবী-সহ গ্রেফতার পাঁচ
Fraud Case: এরপর সায়ন নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে। দেখা করার জন্য, একটি স্থান ঠিক করা হয়। সাদা পোশাকে সেখানে পৌঁছয় পুলিশ। তখনই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

কলকাতা: লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। আইনজীবী-সহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। বালির বাসিন্দা সায়ন অধিকারী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ৮ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নামে অভিযুক্তরা প্রসেসিং ফিস এনওসি জিএসটি যাচাইয়ের জন্য ধাপে ধাপে দু লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকা ফেরত নিতে চলতি মাসের ২৩ তারিখ সায়ন অভিযুক্তদের সঙ্গে দেখা করে। অভিযোগ, তখন তাঁকে একটি ঘরে আটকে রেখে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়।
এরপর সায়ন নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে। দেখা করার জন্য, একটি স্থান ঠিক করা হয়। সাদা পোশাকে সেখানে পৌঁছয় পুলিশ। তখনই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
হাওড়ার বাসিন্দা নয়ন দেবনাথ, ডায়মন্ডহারবারের বাসিন্দা মহম্মদ মতিউর রহমান ও বাগুইআটির বাসিন্দা এসকে মনিরুদ্দিন আহমেদ ও জোড়াবাগানের বাসিন্দা প্রবীণ মলকে গ্রেফতার করা পুলিশ। নবীন পেশায় আইনজীবী বলে পুলিশ জানতে পেরেছে। ধৃত পাঁচজনকে বারাকপুর আদালতে পেশ করা হয়। প্রতারিত ব্যক্তি বলেন, “আইনজীবী বলে পরিচয় দিয়েছিলেন। তাঁর কথাবার্তাতেও বিশ্বাস হয়। সেই ভেবেই পদক্ষেপ করি।”

