Garden Reach Death: গার্ডেনরিচে এখনও অবধি ৯ জনের মৃত্যু, কাউন্সিলর বোঝালেন তিনি কী কাজ করেন…
Garden Reach Building Collapse: ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের বক্তব্য, "ওয়ার্ডে আমার অনেক কাজ থাকে। সেগুলি আমাকে করতে হয়। কোথায় রাস্তা খারাপ, কোথায় জল আসছে না এগুলি আমাদের করতে হয়। কিন্তু এটা আমার কাজ নয় আমি সবার বাড়ির সামনে গিয়ে দেখব কে অবৈধ, কে বৈধ বাড়ি করছে।"
কলকাতা: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও অবধি ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন। মেটিয়াবুরুজের একটি হাসপাতালের পাশাপাশি এসএসকেএমেও চিকিৎসাধীন কয়েকজন। নিহতদের তালিকায় আছেন আকবর আলি (৩৪), রিজওয়ান আলম (২২), হাসিনা খাতুন (৫৫), শামা বেগম (৪৪), মহম্মদ ওয়াসিক (১৯), মহম্মদ ইমরান (২৭), রমজান আলি (৬০), শেখ নাসিমউদ্দিন (২৪), শেখ আবদুল্লা (১৯)।
বহুতল বিপর্যয়ের পিছনে হাজারও গাফিলতির অভিযোগ উঠছে। দোতলার ভিতে পাঁচতলা বিল্ডিং বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। এলাকার লোকজন বলছেন, এই নির্মাণ দিনেদুপুরে হয়েছে। প্রশাসন কিছুই জানত না? স্থানীয় কাউন্সিলর দাবি করেছেন, তাঁর কাছে কোনও অভিযোগ আসেনি। কেন এল না? এই ঘটনায় এক প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু দুর্ঘটনা-মৃত্যু মিছিলের পর কেন গ্রেফতারি? প্রশাসন আগে কী করছিল?
১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের বক্তব্য, “ওয়ার্ডে আমার অনেক কাজ থাকে। সেগুলি আমাকে করতে হয়। কোথায় রাস্তা খারাপ, কোথায় জল আসছে না এগুলি আমাদের করতে হয়। কিন্তু এটা আমার কাজ নয় আমি সবার বাড়ির সামনে গিয়ে দেখব কে অবৈধ, কে বৈধ বাড়ি করছে।”