Weather Update: কুয়াশা গিলেছে তিলোত্তমা, সকালেও জ্বলল হেডলাইট, রবিবার পারা নামল কত ডিগ্রিতে?

Weather Update: হাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তা আবার স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। একই ছবি জেলাগুলিতেও।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2023 | 1:47 PM

কলকাতা: পারাপতন চলছেই। ডিসেম্বরের শেষে জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যে। কাঁপুনি ধরাচ্ছে কলকাতাও (Kolkata)। রবিবার সকালে দেখা মিলল না রোদের। ভোর থেকেই ঘন কুয়াশা চাদরে মোড়া শহর তিলোত্তমা। সকাল আটটার সময়েও গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে গাড়ি চালকদের। কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে। ধীরে ধীরে চলছে যানবাহন। চাপ বেড়েছে কলকাতা বিমানবন্দরেও। বেলা যত গড়িয়েছে ততই আরও কমেছে দৃশ্যমানতা। বিমান ওঠানামার ক্ষেত্রেও দেখা দিয়েছে সমস্যা। অনেক বিমানই অবতরণ করতে না পেরে মাঝ আকাশেই চক্কর কাটছে। অনেকই বিমানই আবার নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে।

হাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তা আবার স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্র ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। একই ছবি জেলাগুলিতেও। সবথেকে বেশি পারাপতন দেখা গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে।

ঠান্ডার আমেজ সব জেলাতেই। সকাল থেকেই দিকে দিকে চলছে আগুন পোহানো। গরম চায়ে গলা ভিজিয়ে নিতে ভিড় বেড়েছে চায়ের দোকানগুলিতে। কোন্নগর থেকে চন্দননগর, রিষড়া থেকে চুঁচুড়া, ছবিটা সর্বত্র একই। তবে বেলা বাড়লে কুয়াশার দাপট কমবে। এমনটাই পূর্বাভাস মৌসম ভবনের। তবে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।