কলকাতা: ফের শিক্ষা প্রশাসনে সক্রিয় আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। আচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সমন্বয় কেন্দ্রের প্রথম বৈঠক। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বৈঠকে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয় স্বার্থে বেশ কিছু গুরূত্বপূর্ণ সিদ্ধান্ত হবে এই বৈঠক থেকে। আলোচনা হবে পড়ুয়া স্বার্থে ‘ক্যালকাটা কমিটমেন্ট’ নিয়ে। সূত্রের খবর, রাজ্যে ইউথ ফেস্টিভ্যাল করার প্রস্তাব জমা পড়বে এই বৈঠকে। আলোচনা হবে অ্যাকাডেমিক-ইন্ডাস্ট্রি রিলেশনসিপ নিয়েও। রাজ্যের প্রায় প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিত থাকার কথা রয়েছে। আচার্যের দুর্নীতি দমন কমিটি নিয়েও আলোচনা হবে বৈঠকে।
মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির সল্টলেক ক্যাম্পাসে সাড়ে দশটা থেকে বৈঠক শুরু হয়। এর আগেও আচার্য সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তা হয়েছিল উত্তরবঙ্গে। আচার্য যে ‘ইউনিভার্সিটি কো অর্ডিনেশন সেন্টর’ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কেন্দ্র তৈরি করেছেন, তার প্রথম বৈঠক। রাজ্যের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাতে সমন্বয় সাধন করা যায়, তারই চেষ্টা করছেন আচার্য। বিশ্ববিদ্যালয়ের পড়ার সময়েই পড়ুয়ারা কীভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে সংযুক্ত থাকতে পারে, তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। পাশাপাশি একটি ইউথ ফেস্টিভ্যাল করার প্রস্তাব পেশ হতে পারে এই বৈঠকে।
সবমিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত তেমনটাই মনে করছে শিক্ষামহল। যদিও রাজ্য সরকার কার্যত আচার্যের এই পদক্ষেপে কিছুটা বিরক্ত।