Governor: ‘আমাদের সম্পর্ক নতুন আকাশ দেখবে..’, সব মিটিয়ে মমতাকে নিয়ে ‘মনের ইচ্ছা’ প্রকাশ রাজ্যপাল বোসের
Governor: রাজ্যপাল বোস বলেন, "প্রথম বছর এই সম্পর্ক ছিল মিষ্টি এবং আলোক উজ্জ্বল। দ্বিতীয় বছরে সেই সম্পর্কে বেশ কিছু ঘন কালো মেঘ আসে। তৃতীয় বছরে চাই এই সম্পর্ক নতুন আকাশ, নতুন পৃথিবী দেখুক।" রাজ্যপালের আরও দাবি, এ রাজ্যে মুখ্যমন্ত্রী সঙ্গে রাজ্যপালের সম্পর্ক অনেক ভাল।
কলকাতা: রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সম্পর্ক। সে সম্পর্কের টানাপোড়েনের অভিঘাত বহু দেখেছে রাজ্য। সে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগই হোক, কিংবা ভোট পরবর্তী হিংসা, রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা- সব নিয়েই বিবাদ প্রকাশ্যে এসেছে। কিন্তু সেই সমীকরণের কি বদল হতে শুরু করেছে অন্দরে? রাজ্যপাল হিসাবে দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের নতুন দিশা দেখালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক কেমন?
সেই প্রশ্নের উত্তরে রাজ্যপাল বোস বলেন, “প্রথম বছর এই সম্পর্ক ছিল মিষ্টি এবং আলোক উজ্জ্বল। দ্বিতীয় বছরে সেই সম্পর্কে বেশ কিছু ঘন কালো মেঘ আসে। তৃতীয় বছরে চাই এই সম্পর্ক নতুন আকাশ, নতুন পৃথিবী দেখুক।”
রাজ্যপালের আরও দাবি, এ রাজ্যে মুখ্যমন্ত্রী সঙ্গে রাজ্যপালের সম্পর্ক অনেক ভাল। কিন্তু গোটা দেশের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্ক যাতে স্থাপিত হয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে তেমনটাই তিনি চান।
বাংলার সাংবিধানিক প্রধান তিনি। বিগত দিনগুলিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বার বার বুঝিয়ে দিয়েছেন, তিনি ‘গ্রাউন্ড জিরোর’ রাজ্যপাল। ধনখড়-পরবর্তী জমানায় শুরুর দিকটা বেশ ভালভাবে কাটলেও, আবার রাজভবন-নবান্নের ঠোকাঠুকি শুরু হয়েছে বিভিন্ন ইস্যুতে।
রাজ্যপাল নিজেই বলেছিলেন, “বাংলার সব নাগরিকের মতোই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমার সম্পর্ক এক্সিলেন্ট।” কিন্তু তারপর একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ্য, রাজ্যপাল বোস যখন বাংলার দায়িত্বে আসেন, তখন রাজভবনে তাঁর হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সরকার পক্ষের সঙ্গে তাঁর সম্পর্কও বেশ মধুর ছিল। মুখ্যমন্ত্রী তাঁকে ‘জেন্টলম্যান’ বলেছিলেন। একটি বাংলা বইও উপহার দিয়েছিলেন রাজ্যপাল বোসকে। কিন্তু তারপর হঠাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ইস্যু থেকে সম্পর্কটা একেবারে অন্যদিকে ঘুরে গেল। রাজ্য়পাল হিসাবে তৃতীয় বছরে পা রাখার আগে আবারও সেই সম্পর্কটা ঠিক করতে চান বোস।