Firecrackers: দীপাবলি, ছট পুজোয় কোন আতশবাজি ফাটানো যাবে? কখন ফাটাবেন? জেনে নিন কলকাতা পুলিশের নির্দেশিকা
Kolkata Police on Green Firecrackers: হাইকোর্টে শব্দবাজি নিয়ে রাজ্য প্রশ্নের মুখে পড়ার পর এদিন জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। অবৈধ আতশবাজি যাতে কোনও ভাবেই না ফাটানো হয়, তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযানের কথা বলেন মুখ্যসচিব।

কলকাতা: কালীপুজো-দীপাবলিতে আলোয় সেজে উঠবে শহর। অনেকে সবুজ আতসবাজি ফাটাবেন। কিন্তু, কখন সবুজ আতশবাজি ফাটানো যাবে? শব্দবাজি কি ফাটানো যাবে? ছটপুজোর দিনই কখন সবুজ আতশবাজি ফাটানো যাবে? কলকাতা পুলিশ এই নিয়ে নির্দেশিকা জারি করল। কী বলা হয়েছে ওই নির্দেশিকায়? জেনে নিন কখন সবুজ আতশবাজি ফাটাতে পারবেন…
এক নির্দেশিকায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ মেনে জানানো হচ্ছে, কালীপুজোর দিন (২০ অক্টোবর) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বৈধ সবুজ আতশবাজি ফাটানো যাবে। অর্থাৎ কালীপুজোর দিন ২ ঘণ্টা ফাটানো যাবে সবুজ আতশবাজি। একইরকমভাবে আগামী ২৮ অক্টোবর ছট পুজোর দিন সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত সবুজ আতশবাজি ফাটানো যাবে।
কোনওরকম শব্দবাজি ফাটানো যাবে না বলে কলকাতা পুলিশ জানিয়েছে। এই নির্দেশিকা অমান্য করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেছিলেন, “ফানুস নিষিদ্ধ বাজির তালিকাভুক্ত। এই নিয়ে দমকল দফতরের ২০১৯ সালের একটা বিজ্ঞপ্তিও রয়েছে। প্রতিটি থানাকে বলা রয়েছে, ফানুস বিক্রি বা কেনার ঘটনা দেখলে তারা যেন ব্যবস্থা নেয়।”
এদিকে, গতকাল হাইকোর্টে শব্দবাজি নিয়ে রাজ্য প্রশ্নের মুখে পড়ার পর এদিন জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। অবৈধ আতশবাজি যাতে কোনও ভাবেই না ফাটানো হয়, তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযানের কথা বলেন মুখ্যসচিব। সবুজ আতশবাজি বিক্রয় কেন্দ্রগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলেন।
এদিকে, দিন তিনেক আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, দীপাবলিতে দিল্লি ও সংলগ্ন এলাকায় একটি নির্দিষ্ট সময় ফাটানো যাবে সবুজ আতশবাজি। শীর্ষ আদালত জানিয়েছে, ২০ অক্টোবর, দিওয়ালির দিন সকাল ৬ টা থেকে ৭ টা পর্যন্ত এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে সবুজ আতশবাজি ফাটানো যাবে।
