Haimanti Ganguly Exclusive: ‘আমি কেন রহস্যময়ী? কী আড়াল করতে আমার নাম নিল কুন্তল?’, TV9 বাংলায় অকপট হৈমন্তী

Haimanti Ganguly: হৈমন্তী গাঙ্গুলির দাবি, তাঁর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ ছাড়াই তাঁর নাম নিয়ে চর্চা হচ্ছে।

Haimanti Ganguly Exclusive: 'আমি কেন রহস্যময়ী? কী আড়াল করতে আমার নাম নিল কুন্তল?', TV9 বাংলায় অকপট হৈমন্তী
হৈমন্তী গঙ্গোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 6:40 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগের তদন্ত যত এগোচ্ছে, তত নতুন নতুন নাম উঠে আসছে। যাঁরা অভিযুক্ত, যাঁরা গ্রেফতার হচ্ছেন তাঁরাই সব একের পর এক নাম প্রকাশ্যে আনছেন। এইভাবেই উঠে আসে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) নাম। নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারিতে অভিযুক্ত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখে প্রথম শোনা যায় হৈমন্তীর নাম। তিনি গোপাল দলপতির স্ত্রী। যদিও হৈমন্তী জানাচ্ছেন, ইডি বা সিবিআই কারও থেকেই তিনি এখনও কোনও ডাক পাননি। তদন্তকারী সংস্থার থেকে কোনও চিঠিও আসেনি তাঁর কাছে। টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে হৈমন্তী জানালেন, তিনি চক্রান্তের শিকার। হৈমন্তী গাঙ্গুলির দাবি, তাঁর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ ছাড়াই তাঁর নাম নিয়ে চর্চা হচ্ছে।

কিন্তু কেন হঠাৎ কুন্তল ঘোষ তাঁর নাম নিতে গেলেন? সেটাই ভেবে পাচ্ছেন না হৈমন্তী। টিভি নাইন বাংলায় একান্ত সাক্ষাৎকারে বললেন, ‘যখন গোপাল দলপতির নাম বলেছিল, তখনই তো আমার নাম বলতে পারত। তখন কেন বলেনি? হঠাৎ করে কেন বলছে আমার নাম? এটা কি কোনও চক্রান্ত নয়?’ এরপরই হৈমন্তী জানান, তিনি শুনেছেন গোপালবাবুর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনিতে তাঁর নাম কুন্তল দেখে নিয়েছিল। সেই সময় প্রথম কুন্তল জানতে পারে হৈমন্তীর নাম। হৈমন্তীর সন্দেহ, যেহেতু তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত, তাই হয়ত কুন্তলের মনে হয়েছে, এমন ‘সুন্দর মুখরোচক খবর’ যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে হয়ত অনেক কিছু ঢাকা পড়ে যাবে। সম্ভবত, সেই কারণেই তাঁর নাম কুন্তল টেনে এনেছে বলে মনে করছেন হৈমন্তী।

তাহলে কি কুন্তলের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন হৈমন্তী? প্রশ্ন করায় বললেন, ‘আমি খুব ইনসিকিউর ফিল করছি। আমি নিজের বাড়ি ফিরে যেতে পারছি না। সেই জায়গা আমি কীভাবে ভাবব, কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব? লড়াই নিশ্চয়ই করব। কিন্তু আমি ভেবে উঠতে পারছি না কী করব। আমি একজন অসহায় মেয়ে। আমি এইসব ক্ষমতাবান লোকের বিরুদ্ধে কীভাবে লড়াই করব? যদি পাশে আপনাদের মতো মানুষদের পাই, আমি নিশ্চয়ই লড়ব।’ কিছুটা হতাশার সুরেই এদিন হৈমন্তী জানালেন, তিনি বিনোদন জগতের মানুষ এবং সেই নিয়েই সর্বক্ষণ ব্যস্ত থাকতেন। বললেন, ‘কোনওদিন ভাবিনি, এইভাবে জনসাধারণের সামনে আসতে হবে।’ যে কুন্তল ঘোষ তাঁর নাম বলেছেন, সেই কুন্তলকে তিনি কোনওভাবেই চেনেন না বলেও দাবি হৈমন্তীর।