কলকাতা: গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভাগুলিকে নিয়ে করা বৈঠক থেকে বিশেষ বার্তা দেন। আর তারপর থেকেই শহর জুড়ে অতি সক্রিয় পুলিশ। হাতিবাগান, গড়িয়াহাট থেকে সেক্টর ফাইভ সর্বত্র চলছে হকার উচ্ছেদ। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় দোকান সরিয়ে দেওয়া হয়েছে। কোথাও ভেঙে দেওয়া হয়েছে দোকানের শেড। এই পরিস্থিতিতে এবার রাস্তায় নামতে চলেছে ‘হকার সংগ্রাম কমিটি’। পুরসভায় টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে গিয়ে কার্যত এমনই হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কমিটির নেতা শক্তিমান ঘোষ।
নিউটাউনে যেভাবে দোকান ভাঙা হচ্ছে এবং হকারদের আটক করা হচ্ছে, তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন হকার কমিটির নেতা। তাঁর স্পষ্ট অভিযোগ পুলিশ অতিরিক্ত সক্রিয় হয়ে কাজ করছে। তিনি বলেন, “নিউ মার্কেট এবং ধর্মতলা চত্বরে টাকা খেয়ে জায়গায় জায়গায় হকার বসানো হচ্ছে আর এখন সেই পুলিশ টাকা খেয়ে হজম করে অতি সক্রিয় ভূমিকা পালন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন, তার থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছে পুলিশ।”
হকার নেতার দাবি, টাউন ভেন্ডিং কমিটির যে নিয়ম রয়েছে তা লঙ্ঘন করছে পুলিশ প্রশাসন, সেই কারণেই এবার রাস্তায় নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টাউন ভেন্ডিং কমিটির কো-চেয়ারম্যান তথা কলকাতা পুরনিগমের অন্যতম মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, “মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন, তা সঠিকভাবেই পালন করছে পুলিশ। কোথাও কোনও সমস্যা হচ্ছে না। বেআইনি জবরদখল থাকলে সেটাকে তুলে দিচ্ছে পুলিশ। এর মধ্যে কোনও সমস্যা নেই। কোথাও অতি সক্রিয়তা থাকলে আমার কাছে অভিযোগ করুক। কিন্তু কাগজপত্র না থাকলে, তা বেআইনি হিসেবেই ধরা হবে।”