HC On Divorce: কোনও ঝগড়া-অশান্তি-টাকার দাবি নয়, স্বামীকে এভাবেও অত্যাচার করতে পারেন স্ত্রী! অভূতপূর্ব পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

HC On Divorce: ২০০৫ সালে নবদ্বীপ এলাকায় বিবাহিত দম্পতি বিয়ের মাত্র তিন বছর পরেই বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। অভিযোগ এক বছর পরে কোলাঘাটে যান দম্পতি। চাকরি সূত্রে তারপর উত্তরপাড়ায় বাপেরবাড়িতে চলে আসেন স্ত্রী।

HC On Divorce: কোনও ঝগড়া-অশান্তি-টাকার দাবি নয়, স্বামীকে এভাবেও অত্যাচার করতে পারেন স্ত্রী! অভূতপূর্ব পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
বিবাহ বিচ্ছেদ মামলায় হাইকোর্টের বড় পর্যবেক্ষণImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2024 | 2:46 PM

কলকাতা: শ্বশুরবাড়িতে বউয়ের আত্মীয় থাকছে? বাড়িতে ঘন ঘন বন্ধুদের নিয়ে আসছে স্ত্রী? তাহলে বুঝতে হবে স্বামীর উপর অত্যাচার হচ্ছে। এমন পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। হাইকোর্টে বিবাহ বিচ্ছেদ মামলায় রায় দিতে গিয়ে স্বামীর অত্যাচারের সঙ্গে সহমত প্রকাশ করেছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

২০০৫ সালে নবদ্বীপ এলাকায় বিবাহিত দম্পতি বিয়ের মাত্র তিন বছর পরেই বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। অভিযোগ, এক বছর পরে কোলাঘাটে যান দম্পতি। চাকরি সূত্রে তারপর উত্তরপাড়ায় বাপেরবাড়িতে চলে আসেন স্ত্রী। স্বামীর বক্তব্য়, তারপর আর বাড়িতে একা ফিরতে চাননি স্ত্রী। স্বামীর অভিযোগ,  স্ত্রী তার শিয়ালদহে অফিসের জন্য কোলাঘাট থেকেই যেতে পারেন। কারণ উত্তরপাড়া থেকে শিয়ালদহের দূরত্বও বেশি? সেক্ষেত্রে তিনি কেন উত্তরপাড়া থাকবেন? আর যখন কোলাঘাটে তিনি যান, শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে যান।

অন্যদিকে স্ত্রীর অভিযোগ, মায়ের পেনশন এবং তাঁর নিজের বেতনের ভাগ নেওয়ার জন্য চাপ দিতেন স্বামী। তাই তিনি একা যেতেন না। নিম্ন আদালতে স্বামীর বিবাহবিচ্ছেদ খারিজ হলেও হাইকোর্ট স্বামীর আবেদন গ্রহণ করেন। হাইকোর্টের পর্যবেক্ষণ, স্বামীর বাড়িতে স্ত্রীর পরিবার পাকাপাকিভাবে থাকলে সেটা যদি তিনি  অত্যাচার বলেন. সেটা ফেলে দেওয়া যায় না। নিম্ন আদালতের রায় খারিজ করে স্বামীর আবেদনেই মান্যতা দিয়েছে আদালত।