SSKM: চিকিৎসার নয়া দিগন্ত, সংক্রামক রোগের বহির্বিভাগ চালু এসএসকেএমে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 20, 2021 | 8:19 PM

Infectious Disease : স্বাস্থ্য দফতরের খবর, মন্ত্রিসভার অনুমোদন আদায়ে নতুন বিভাগ সংক্রান্ত প্রস্তাব নবান্নে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন।

Follow Us

কলকাতা: এস‌এসকেএম হাসপাতালে যাত্রা শুরু হল সংক্রামক রোগ বিভাগের। সোমবার থেকে এস‌এসকেএমের অ্যানেক্স হাসপাতালে চালু হল সংক্রামক রোগের বহির্বিভাগের।

দ্বিতীয় ঢেউয়ের পরে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। উদ্বেগের নতুন স্ট্রেনের হাত ধরে জানুয়ারি শেষে সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। তার আগে উৎকর্ষ কেন্দ্র এস‌এসকেএমের তত্ত্বাবধানে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের নতুন বিভাগ সংক্রামক রোগের চিকিৎসা এবং গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী এস‌এসকেএম কর্তৃপক্ষ।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, নতুন বিভাগে থাকবে ১০টি সিসিইউ বেড। সাধারণ শয্যা থাকছে ৫০টি‌। নতুন বিভাগের জন্য ৫০টি নতুন পদে অনুমোদন দিয়েছে অর্থ দফতর। সেই দলে থাকছেন দু’জন প্রফেসর, দু’জন অ্যাসোসিয়েট প্রফেসর, দু’জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চারজন সিনিয়র রেসিডেন্ট, দশ জন হাউস স্টাফ, ২৭ জন স্টাফ নার্স এবং ২ জন মেডিকেল টেকনোলজিস্ট। স্বাস্থ্য দফতরের খবর, মন্ত্রিসভার অনুমোদন আদায়ে নতুন বিভাগ সংক্রান্ত প্রস্তাব নবান্নে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন।

কয়েক মাস হল কোভিড ইউনিট চালু হয়েছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। এরপর এসএসকেএমের অ্যানেক্স হাসপাতালের মুকুটে নতুন পালক। ইনফেকসাস ডিজিজ অর্থাৎ সংক্রামক রোগের চিকিৎসার জন্য নতুন বিভাগ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চালু হচ্ছে। এই বিভাগের প্রথম পা ফেলা ওপিডি বা বহির্বিভাগ দিয়ে।

এসএসকেএমের সংক্রামক রোগের বিভাগীয় প্রধান যোগীরাজ রায় বলেন, “প্রথম দিন ২-৩ জন রোগী এসেছেন প্রথমদিন। সকলে জানতে পারেননি বলে হয়ত এত কম রোগী এসেছেন। ধীরে ধীরে আমরা আশা করছি বিভন্ন জায়গা থেকে রেফারাল আসবে। একটু জটিল সংক্রমণ আমরা দেখব। এরপর আমরা যখন এটা পুরোপুরি চালু করে ফেলব তখন আমরা এখানে ইনডোর পরিষেবাও দেব। নন করোনা যেসব ইনফেকশন সেদিকেও আমরা ঢুকব।”

আপাতত নতুন বিভাগে দু’জন চিকিৎসক রয়েছেন। পরিকাঠামো পুরোপুরি তৈরি হয়ে গেলে পড়ুয়া ভর্তিরও ব্যবস্থা হবে, আশ্বাস বিভাগীয় প্রধানের। যোগীরাজ রায় বলেন, “ইনফেকসাস ডিজিজ নিয়ে অধিকাংশ গবেষণামূলক কাজ বহুদিন ধরে হয়েছে। এখন আমরা একটু পিছিয়ে পড়েছিলাম। কিন্তু রোগটা পিছিয়ে পড়েনি। আমাদের মতো গরীব দেশে এখনও কিন্তু সংক্রমণেই বহু মানুষ মারা যান। সেই জায়গায় আমি নির্দ্বিধায় বলতে আমি আমাদের একটা ভূমিকা আছে। আমরা যদি এই সংক্রমণ চিকিৎসার জন্য প্রচুর চিকিৎসক তৈরি করতে পারি, সেটা দেশের পক্ষে ভালই হবে।”

আরও পড়ুন: KMC Election 2021: ‘থ্যাঙ্ক ইউ সো মাচ…’, ভোটের পরদিনই নগরপালের প্রশংসায় পঞ্চমুখ মমতা

আরও পড়ুন: TET: টেট উত্তীর্ণদের জন্য সুখবর! আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগ পাচ্ছেন ৭৩৮ জন, জারি হল বিজ্ঞপ্তি

আরও পড়ুন: Kolkata municipal corporation election 2021: কমিশনের দফতরের সামনে বাম-কংগ্রেস বিক্ষোভ, আঁচ শিলিগুড়িতেও

কলকাতা: এস‌এসকেএম হাসপাতালে যাত্রা শুরু হল সংক্রামক রোগ বিভাগের। সোমবার থেকে এস‌এসকেএমের অ্যানেক্স হাসপাতালে চালু হল সংক্রামক রোগের বহির্বিভাগের।

দ্বিতীয় ঢেউয়ের পরে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। উদ্বেগের নতুন স্ট্রেনের হাত ধরে জানুয়ারি শেষে সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। তার আগে উৎকর্ষ কেন্দ্র এস‌এসকেএমের তত্ত্বাবধানে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের নতুন বিভাগ সংক্রামক রোগের চিকিৎসা এবং গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী এস‌এসকেএম কর্তৃপক্ষ।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, নতুন বিভাগে থাকবে ১০টি সিসিইউ বেড। সাধারণ শয্যা থাকছে ৫০টি‌। নতুন বিভাগের জন্য ৫০টি নতুন পদে অনুমোদন দিয়েছে অর্থ দফতর। সেই দলে থাকছেন দু’জন প্রফেসর, দু’জন অ্যাসোসিয়েট প্রফেসর, দু’জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চারজন সিনিয়র রেসিডেন্ট, দশ জন হাউস স্টাফ, ২৭ জন স্টাফ নার্স এবং ২ জন মেডিকেল টেকনোলজিস্ট। স্বাস্থ্য দফতরের খবর, মন্ত্রিসভার অনুমোদন আদায়ে নতুন বিভাগ সংক্রান্ত প্রস্তাব নবান্নে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন।

কয়েক মাস হল কোভিড ইউনিট চালু হয়েছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। এরপর এসএসকেএমের অ্যানেক্স হাসপাতালের মুকুটে নতুন পালক। ইনফেকসাস ডিজিজ অর্থাৎ সংক্রামক রোগের চিকিৎসার জন্য নতুন বিভাগ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চালু হচ্ছে। এই বিভাগের প্রথম পা ফেলা ওপিডি বা বহির্বিভাগ দিয়ে।

এসএসকেএমের সংক্রামক রোগের বিভাগীয় প্রধান যোগীরাজ রায় বলেন, “প্রথম দিন ২-৩ জন রোগী এসেছেন প্রথমদিন। সকলে জানতে পারেননি বলে হয়ত এত কম রোগী এসেছেন। ধীরে ধীরে আমরা আশা করছি বিভন্ন জায়গা থেকে রেফারাল আসবে। একটু জটিল সংক্রমণ আমরা দেখব। এরপর আমরা যখন এটা পুরোপুরি চালু করে ফেলব তখন আমরা এখানে ইনডোর পরিষেবাও দেব। নন করোনা যেসব ইনফেকশন সেদিকেও আমরা ঢুকব।”

আপাতত নতুন বিভাগে দু’জন চিকিৎসক রয়েছেন। পরিকাঠামো পুরোপুরি তৈরি হয়ে গেলে পড়ুয়া ভর্তিরও ব্যবস্থা হবে, আশ্বাস বিভাগীয় প্রধানের। যোগীরাজ রায় বলেন, “ইনফেকসাস ডিজিজ নিয়ে অধিকাংশ গবেষণামূলক কাজ বহুদিন ধরে হয়েছে। এখন আমরা একটু পিছিয়ে পড়েছিলাম। কিন্তু রোগটা পিছিয়ে পড়েনি। আমাদের মতো গরীব দেশে এখনও কিন্তু সংক্রমণেই বহু মানুষ মারা যান। সেই জায়গায় আমি নির্দ্বিধায় বলতে আমি আমাদের একটা ভূমিকা আছে। আমরা যদি এই সংক্রমণ চিকিৎসার জন্য প্রচুর চিকিৎসক তৈরি করতে পারি, সেটা দেশের পক্ষে ভালই হবে।”

আরও পড়ুন: KMC Election 2021: ‘থ্যাঙ্ক ইউ সো মাচ…’, ভোটের পরদিনই নগরপালের প্রশংসায় পঞ্চমুখ মমতা

আরও পড়ুন: TET: টেট উত্তীর্ণদের জন্য সুখবর! আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগ পাচ্ছেন ৭৩৮ জন, জারি হল বিজ্ঞপ্তি

আরও পড়ুন: Kolkata municipal corporation election 2021: কমিশনের দফতরের সামনে বাম-কংগ্রেস বিক্ষোভ, আঁচ শিলিগুড়িতেও

Next Article