AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Teacher case in High Court: ‘পৌরুষত্বের আস্ফালনের’ শিকার শিক্ষিকা! প্রধান শিক্ষককে বরখাস্ত করার হুঁশিয়ারি আদালতের

School Teacher Case in High Court: রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে বদলি হয়েছিল শিক্ষিকার। কিন্তু, তাঁকে ফিরিয়ে দেয় স্কুল। বন্ধ হয়ে যায় শিক্ষিকার বেতনও।

School Teacher case in High Court: 'পৌরুষত্বের আস্ফালনের' শিকার শিক্ষিকা! প্রধান শিক্ষককে বরখাস্ত করার হুঁশিয়ারি আদালতের
শিক্ষিকার করা মামলায় ক্ষুব্ধ আদালত
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 4:03 PM
Share

কলকাতা : স্কুল পরিদর্শক বা ডিআই-এর নির্দেশ থাকার পরও শিক্ষিকাকে স্কুলে নিয়োগ করতে চাননি প্রধান শিক্ষক। শূন্যপদ নেই, এই কারণ দেখিয়ে ডিআই-এর নির্দেশও মানেনি ওই স্কুল। স্কুলে শিক্ষকতা করা তো দূরের কথা, গত এক বছরের মধ্যে বেতন পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে ওই শিক্ষিকার। প্রধান শিক্ষক তথা স্কুলের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষিকা। আর সেই মামলাতেই সোমবার প্রধান শিক্ষককে ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধান শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ আগেই দিয়েছে আদালত। বিচারপতি এ দিন বলেছেন, ‘আসলে এটা পৌরুষত্বের আস্ফালন, তাই একজন মহিলাকে চাকরি পেতে একবছর ধরে রাস্তায় ঘুরতে হয়।’

কী সেই মামলা?

এক বছর ধরে কোনও কারণ ছাড়াই শিক্ষিকার বেতন বন্ধ। আর সে ক্ষেত্রে মূল অভিযোগ স্কুল কথা প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই মামলায় প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। সেই সঙ্গে কেন ওই শিক্ষিকার বেতন বন্ধ হল, সেই কারণ দর্শাতে প্রধান শিক্ষককে সোমবার আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

রায়গঞ্জের বাসিন্দা সংযুক্তা রায় বদলির আবেদন জানিয়েছিলেন। গত বছর তাঁকে রায়গঞ্জ করোনারি হাই স্কুলে বদলি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই স্কুলে যোগ দিতে গেলে, স্কুলের পক্ষ থেকে তাঁকা বলা হয় ওই স্কুলে তিনি যোগ দিতে পারবেন না। তাঁকে বোঝানো হয়, স্কুলের যে শূন্যপদে তাঁর চাকরি করার কথা, সেই শিক্ষক একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। প্রধান শিক্ষকের দাবি, তাঁর মামলাটি বিচারাধীন, তিনি যে কোনও দিন ফিরে এসে স্কুলে যোগ দিতে পারেন। তাই আপাতত শিক্ষিকা যোগ দিতে পারবেন না।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন এই এক বছর শিক্ষিকা বেতন পেয়েছেন কি না। মামলাকারী আইনজীবী অঞ্জন ভট্টাচার্য জানান, এক বছর ধরে বেতন বন্ধ। এমনকি ডিআই বলার পরেও তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। এরপরেই ক্ষুব্ধ হয়ে বিচারপতি বলেন, ‘একজন মহিলাকে এভাবে হেনস্থা করা আদালত বরদাস্ত করবে না। ডিআই প্রধান শিক্ষকের বেতন বন্ধ করে দেবেন।’

‘পৌরুষত্বের আস্ফালন’

কোনও মামলায় কেউ দোষী সাব্যস্ত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তিনি আর চাকরি করতে পারেন না। তাই এ ক্ষেত্রে শিক্ষিকার দাবি, ইচ্ছাকৃত তাঁকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। সোমবারের শুনানিতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, ‘এটা আসলে পৌরুষত্বের আস্ফালন, তাই একজন মহিলাকে চাকরি পেতে এক বছর ধরে রাস্তায় ঘুরতে হয়।’ আগামী দুদিনের মধ্যে চাকরি না দিলে প্রধান শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে বলেও জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

দশ মিনিটে পোশাক বদলাতে হয় পরিচালন কমিটির সদস্যকে

এ দিন স্কুলের পরিচালন কমিটির সদস্যকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। স্কুলের পরিচালন কমিটির সদস্য স্বপন চক্রবর্তী এ দিন সাদা সবুজ টি শার্ট পরে আদালত কক্ষে প্রবেশ করেন। আর তা দেখে বিচারপতি বলেন,’ ম্যানেজিং কমিটির সদস্যরাই আদালতের ডেকোরাম মানেননা।’ মামলার শুনানি বন্ধ রেখে পোশাক বদলাতে বলেন তাঁকে। ১০ মিনিটে পোশাক বদলে ফিরে আসেন তিনি। র দুটোয় মামলা। এরপর শুনানি শুরু হয়।

আরও পড়ুন : TMC in Rajyasabha: ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে কী ভাবছে কেন্দ্র? স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি চাইল তৃণমূল

লোকসভায় ধ্বনিভোটে পাশ জিরামজি বিল, প্রতিবাদে তৃণমূল
লোকসভায় ধ্বনিভোটে পাশ জিরামজি বিল, প্রতিবাদে তৃণমূল
ভারতের মুসলিমদের সাধুবাদ জানালেন শুভেন্দু, কেন?
ভারতের মুসলিমদের সাধুবাদ জানালেন শুভেন্দু, কেন?
ওত বড় ইন্ডাস্ট্রিতে কত লোক কাজ করেন?', চপ-শিল্পের ডিটেইলস দিলেন কুণাল
ওত বড় ইন্ডাস্ট্রিতে কত লোক কাজ করেন?', চপ-শিল্পের ডিটেইলস দিলেন কুণাল
‘ধুরন্ধর’ অপারেশন: পাঁচ দশকের গোপন লড়াই এবার পর্দায়
‘ধুরন্ধর’ অপারেশন: পাঁচ দশকের গোপন লড়াই এবার পর্দায়
এবার টার্গেট পাকিস্তান? পরমাণু ভাণ্ডার ঘিরে বাড়ছে উদ্বেগ
এবার টার্গেট পাকিস্তান? পরমাণু ভাণ্ডার ঘিরে বাড়ছে উদ্বেগ
ভারতে কেন অস্ত্র কারখানা সরিয়ে আনতে চাইছে ইজরায়েল?
ভারতে কেন অস্ত্র কারখানা সরিয়ে আনতে চাইছে ইজরায়েল?
খসড়া তালিকা বেরতেই মতুয়াগড়ে কাঁপুনি! ম্যাপিং হয়নি লক্ষ লক্ষ নাম
খসড়া তালিকা বেরতেই মতুয়াগড়ে কাঁপুনি! ম্যাপিং হয়নি লক্ষ লক্ষ নাম
'ক্ষমা চাইতে হবে...', বড় হুঁশিয়ারি অভিষেকের
'ক্ষমা চাইতে হবে...', বড় হুঁশিয়ারি অভিষেকের
কেন খুন হয়েছিলেন তৃণমূল কর্মী? ১৫ বছর পর CBI তদন্তে সত্য সামনে আসবে?
কেন খুন হয়েছিলেন তৃণমূল কর্মী? ১৫ বছর পর CBI তদন্তে সত্য সামনে আসবে?
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা মুখ্যমন্ত্রীর, তারপরেও দিলেন খোঁচা
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা মুখ্যমন্ত্রীর, তারপরেও দিলেন খোঁচা