Chaitali Tiwari: অস্বস্তি কাটল না চৈতালির, কম্বল-কাণ্ডে আগাম জামিনের আর্জি খারিজ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 23, 2023 | 1:29 PM

Chaitali Tiwari: গত বছরের ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে ছিল অনুষ্ঠান। কম্বল বিতরণের সময় সেখানে মৃত্যু হয় তিনজনের।

Chaitali Tiwari: অস্বস্তি কাটল না চৈতালির, কম্বল-কাণ্ডে আগাম জামিনের আর্জি খারিজ
জিতেন্দ্র-চৈতালি (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: কম্বল বিতরণ কাণ্ডে ফের অস্বস্তিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর স্ত্রী তথা আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসানসোলে একটি অনুষ্ঠানে কম্বল বিতরণের সময় তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনায় নাম জড়ায় চৈতালির। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চৈতালির সেই আর্জি খারিজ করে দিয়েছে। সুতরাং অস্বস্তি বাড়ল, এ কথা বলাই যায়।

গত বছরের ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে ছিল ওই অনুষ্ঠান। রেলপারে একটি সভার পর কম্বল বিতরণ করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চলে যাওয়ার পর কম্বল বিতরণ চলাকালীন পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। আর সেই ঘটনায় অনিচ্ছাকৃত খুন সহ তিনটি ধারায়  এফআইআর হয়। তাতেই নাম ছিল চৈতালি তিওয়ারি সহ মোট ১০ জনের।

এই মামলায় আদালতের অনুমতি পাওয়ার পর দুদিন পুলিশ গিয়েছিল চৈতালির বাড়িতে। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তাতে চৈতালি অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও দাবি করেছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারি এই ঘটনাকে প্রথম থেকেই ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে উল্লেখ করেন। তাঁর দাবি, মৃত্যুকে সামনে রেখে নোংরা রাজনীতি করছে তৃণমূল।

এর আগে পুলিশ নোটিস দেওয়ায় সেই নোটিসের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চৈতালি। কিন্তু আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল, তদন্তে সহযোগিতা করতেই হবে চৈতালিকে। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট।

Next Article