কলকাতা: ডিভিশন বেঞ্চে গিয়েও কোনও লাভ হল না। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে স্থগিতাদেশ দিল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ‘সমনে কোনও স্থগিতাদেশ নয়’ বলে পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। বিচারপতি উল্লেখ করেছেন, লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত যাবতীয় তথ্য তদন্তের জন্য প্রয়োজনীয়। সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী, সেগুলি ইডি-কে দিতেই হবে বলে উল্লেখ ডিভিশন বেঞ্চের। তবে অভিষেককে হাজিরা দিতে হবে কি না, সেই প্রশ্ন করেছেন ইডি-কে। ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছিলেন, সেই তদন্ত যেন ব্যাহত না হয়। ৩ অক্টোবর সেই হাজিরা এড়িয়ে যান অভিষেক আর ওই দিনই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। আগামিকাল দুপুর ২ টোয় রয়েছে এই মামলার শুনানি।
বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল, ইডি-কে লিপস অ্যান্ড বাউন্ডস-এর তথ্য দিতেই হবে। ৩ অক্টোবর সমনের বিষয়টিতে যাতে ইডি নজর দেয়, সে কথাও বলেছিলেন বিচারপতি সিনহা। এদিন বিচারপতি সৌমেন সেন বলেন, উনি জানতে চেয়েছেন যে তদন্তে কী হয়েছে। বিচারপতি সিনহা সম্পর্কে ডিভিশন বেঞ্চের মন্তব্য, “যদি উনি মনে করেন কিছু ধোঁয়া আছে, তাহলে সেই ধোঁয়া কুণ্ডলী হয়ে গেল নাকি ধোঁয়া হয়েই থেকে গেল, সেটা জানতেই রিপোর্ট দিতে বলেছেন।”
আদালত নথি চাইতে পারে বলে উল্লেখ করেছে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের প্রশ্ন, আদালত কোনও খামতি পেলে কী করবে? সমন আগেই পাঠানো উচিত ছিল, সেটা হয়নি কেন? ইডি-কে কার্যত ভর্ৎসনা করে বিচারপতি বলেন, “১৯ মাস ধরে কী করেছে ইডি, তদন্ত যেভাবে হয়েছে সেটা অপেশাদারিত্ব।”
অভিষেকের পক্ষে আইনজীবী কিশোর দত্ত সওয়াল করেন, মিডিয়া ট্রায়াল হচ্ছে। কোনও অভিযোগ প্রমাণ হওয়ার আগেই মিডিয়া ট্রায়াল চলছে। তবে বিচারপতির পর্যবেক্ষণ, অভিযোগের ভিত্তিতেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। তদন্তে খামতি মনে হলে আদালত বিভিন্ন তথ্য চাইতেই পারে, আদালত সতর্ক করতেই পারে। কারও সম্পর্কে জানতে চাইতে পারে। এটা স্বতঃপ্রণোদিত নয়।
১০ অক্টোবর ইডি-কে রিপোর্ট দিতে বলা হয়েছিল। আরও ২ দিন সেই সময় বাড়িয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ইডি-কে নির্দেশ দেওয়া হয়েছে, ১২ অক্টোবর রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে হাজিরা দেওয়ার আগে নথি জমা দেওয়া যেতে পারে। তারপরও কোনও নথি প্রয়োজন হলে সমন পাঠানোর কথা জানিয়েছেন বিচারপতি।