TMC MP Santanu Sen: প্রিজন ভ্যানে তোলার সময় কোমরে চোট পেয়েছেন শান্তনু, শুরু ফিজিওথেরাপি

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 04, 2023 | 5:11 PM

TMC MP Santanu Sen: মঙ্গলবার সাংসদের পকেট থেকে সাড়ে চার হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন শান্তনু। খোয়া গিয়েছে তাঁর একটি দামি পেনও। কারও ভোটার আইকার্ড খোয়া গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

TMC MP Santanu Sen: প্রিজন ভ্যানে তোলার সময় কোমরে চোট পেয়েছেন শান্তনু, শুরু ফিজিওথেরাপি
সাংবাদিকদের মুখোমুখি শান্তনু
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: মঙ্গলবার দিল্লিতে কৃষি ভবন থেকে যেভাবে তৃণমূলের নেতাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাতে দিল্লি পুলিশ তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছে তৃণমূল। দিল্লিতে কর্মসূচির প্রথম দিনেই তৃণমূল সাংসদ শান্তনু সেন অভিযোগ করেছিলেন, তাঁর মোবাইল খোয়া গিয়েছে। গান্ধীঘাট থেকে যখন পুলিশ তৃণমূল নেতাদের সরিয়ে দেয়, তখনই মোবাইলটি হারিয়ে যায় বলে দাবি করেন তিনি। আর কৃষি ভবনের ঘটনার পর সেই সাংসদকে ছুটতে হল চিকিৎসকের কাছে। তাঁর অভিযোগ, পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময়, তাঁর কোমরে চোট লেগেছে।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু সেন দিল্লি পুলিশের বিরুদ্ধে ফের একবার সরব হয়েছেন। তিনি জানিয়েছেন, দিল্লি পুলিশের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হবে কি না তা পরবর্তী ক্ষেত্রে দল সিদ্ধান্ত নেবে। তাঁর দাবি, তৃণমূল নেতাদের মারধর করে, টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। অকথ্য ভাষা ব্যবহার করেছে। সাংসদ বলেন, আমাকে এমনভাবে মেরেছে যে বাধ্য হয়েছি কলকাতা ফেরা বাতিল করে পার্লামেন্টে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে। বুধবার সংসদের ফিজিওথেরাপি বিভাগে গিয়ে পরামর্শ নেন তিনি। তাঁকে টানা ১৫ দিন ফিজিওথেরাপি করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবারও তাঁর পকেট থেকে সাড়ে চার হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন শান্তনু। খোয়া গিয়েছে তাঁর একটি দামি পেনও। কারও ভোটার আইকার্ড খোয়া গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে মিথ্যাবাদী বলে আক্রমণ করেছেন শান্তনু। তাঁর দাবি, কৃষি ভবনে তাঁদের সঙ্গে একজনও বাইরের লোক ছিল না। যতজনের অনুমোদন ছিল ততজনই ছিলেন। তাঁদের গুনে গুনে ঢুকতে দেওয়া হয়েছিল, এমনকী প্রথমে চা খাওয়ানো হয়েছিল বলেও মন্তব্য করেন শান্তনু।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিতে দু দিনের কর্মসূচিতে অংশ নিয়েছিল তৃণমূল। ৫০ লক্ষ চিঠি নিয়ে কৃষি ভবনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেখান থেকেই তাদের আটক করে দিল্লি পুলিশ।

Next Article