High Court on Covid Rules: বড়দিন, নববর্ষেও করোনা বিধি নিশ্চিত করতে হবে রাজ্যকে, বার্তা হাইকোর্টের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 16, 2021 | 4:38 PM

High Court on Covid Rules: করোনা পরিস্থিতিতে উৎসবে কোভিড বিধি যাতে মানা হয়, তার জন্যই এই মামলা হয়েছিল।

Follow Us

কলকাতা : করোনা পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয়বার উৎসব পালন করছে বঙ্গবাসী। পুজোর আগেই তাই করোনা বিধি নিয়ে মামলা হয় হাইকোর্টে। করোনা বিধি পালন করার নির্দেশও দেয় আদালত। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় সব ভুলে মানুষকে রাস্তায় নামতে দেখা গিয়েছে। শ্রীভূমি স্পোর্টিং-এর ভিড় দেখে কার্যত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন চিকিৎসকেরা। কালী পুজো বা জগদ্ধাত্রী পুজোতেও দেখা গিয়েছে একই ছবি। তবে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন, তাই এখনও শেষ হয়নি উৎসব। আগামিদিনেও যাতে উৎসব পালনের সময় করোনা বিধি মেনে চলা হয়, সেই ব্যাপারে ফের একবার বার্তা দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

আজ মঙ্গলবার ছিল পুজোর আগে হওয়া সেই মামলার শুনানি। এবার বড়দিন, নববর্ষের মতো উৎসব পালনে করোনা বিধি মানতে নতুন করে নির্দেশ দিল হাইকোর্ট। এর আগে কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় বিধি মানা হয়নি বলে এ দিন অভিযোগ করেন মামলকারী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামিদিনে যে কোনও উৎসব পালন করতে হলে করোনা বিধি নিশ্চিত করতে হবে রাজ্যকে। বিধি না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি।

দুর্গা পুজোর পর রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে দেখা যায়। সেই পরিস্থিতিতে কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল৷ মামলাকারীর বক্তব্য ছিল, দুর্গাপুজার আগে রাজ্যে করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে ছিল। অথচ পুজো চলাকালীন মানুষ যে ভাবে পথে নেমেছিলেন তার ফল ভুগতে শুরু করে রাজ্যবাসী৷ ফের সংক্রমণের হার বৃদ্ধি পায়। কালীপুজো, দীপাবলি ও জগদ্ধাত্রী পুজো নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়। এরপরই কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে দর্শনার্থীদের অবাধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

আরও পড়ুন :  Narada Case: দেশ ছাড়া যাবে না, নারদ মামলায় অন্তর্বর্তী জামিন ফিরহাদ-শোভন-মদনের

এর আগে দুর্গাপুজো নির্দেশিকায় হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, সিঁদুর-খেলা থেকে আরতি- সব উপাচারেই অনুমতি থাকবে, তবে সব ক্ষেত্রেই একটি শর্ত ছিল। বলা হয়েছিল টিকার ডবল ডোজ় নেওয়া থাকলেই মণ্ডপে অনুমতি মিলবে অঞ্জলি দেওয়ার কিংবা দশমীতে সিঁদুর খেলার। দুর্গাপুজোর উপাচার মানার ক্ষেত্রে দর্শনার্থীদের ডবল ডোজ় বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি আইপি মুখোপাধ্যায় ও অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। তবে কালীপুজোর ক্ষেত্রে ডবল ডোজ়েও ছাড়পত্র দেওয়া হয়নি। যদিও বাস্তবে দেখা যায়, মানুষও ভয় ভুলে পথে বেমেছে, আর রাজ্য সরকারের তরফ থেকেও কোনও তৎপরতা দেখা যায়নি। তাই এবার নতুন করে নির্দেশ মানার কথা বলল আদালত।

আরও পড়ুন : Municipal Election: অনিশ্চিত পুরভোট! হাইকোর্টে কমিশন জানিয়ে দিল এখনই বিজ্ঞপ্তি নয়

কলকাতা : করোনা পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয়বার উৎসব পালন করছে বঙ্গবাসী। পুজোর আগেই তাই করোনা বিধি নিয়ে মামলা হয় হাইকোর্টে। করোনা বিধি পালন করার নির্দেশও দেয় আদালত। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় সব ভুলে মানুষকে রাস্তায় নামতে দেখা গিয়েছে। শ্রীভূমি স্পোর্টিং-এর ভিড় দেখে কার্যত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন চিকিৎসকেরা। কালী পুজো বা জগদ্ধাত্রী পুজোতেও দেখা গিয়েছে একই ছবি। তবে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন, তাই এখনও শেষ হয়নি উৎসব। আগামিদিনেও যাতে উৎসব পালনের সময় করোনা বিধি মেনে চলা হয়, সেই ব্যাপারে ফের একবার বার্তা দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

আজ মঙ্গলবার ছিল পুজোর আগে হওয়া সেই মামলার শুনানি। এবার বড়দিন, নববর্ষের মতো উৎসব পালনে করোনা বিধি মানতে নতুন করে নির্দেশ দিল হাইকোর্ট। এর আগে কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় বিধি মানা হয়নি বলে এ দিন অভিযোগ করেন মামলকারী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামিদিনে যে কোনও উৎসব পালন করতে হলে করোনা বিধি নিশ্চিত করতে হবে রাজ্যকে। বিধি না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি।

দুর্গা পুজোর পর রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে দেখা যায়। সেই পরিস্থিতিতে কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল৷ মামলাকারীর বক্তব্য ছিল, দুর্গাপুজার আগে রাজ্যে করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে ছিল। অথচ পুজো চলাকালীন মানুষ যে ভাবে পথে নেমেছিলেন তার ফল ভুগতে শুরু করে রাজ্যবাসী৷ ফের সংক্রমণের হার বৃদ্ধি পায়। কালীপুজো, দীপাবলি ও জগদ্ধাত্রী পুজো নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়। এরপরই কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে দর্শনার্থীদের অবাধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

আরও পড়ুন :  Narada Case: দেশ ছাড়া যাবে না, নারদ মামলায় অন্তর্বর্তী জামিন ফিরহাদ-শোভন-মদনের

এর আগে দুর্গাপুজো নির্দেশিকায় হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, সিঁদুর-খেলা থেকে আরতি- সব উপাচারেই অনুমতি থাকবে, তবে সব ক্ষেত্রেই একটি শর্ত ছিল। বলা হয়েছিল টিকার ডবল ডোজ় নেওয়া থাকলেই মণ্ডপে অনুমতি মিলবে অঞ্জলি দেওয়ার কিংবা দশমীতে সিঁদুর খেলার। দুর্গাপুজোর উপাচার মানার ক্ষেত্রে দর্শনার্থীদের ডবল ডোজ় বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি আইপি মুখোপাধ্যায় ও অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। তবে কালীপুজোর ক্ষেত্রে ডবল ডোজ়েও ছাড়পত্র দেওয়া হয়নি। যদিও বাস্তবে দেখা যায়, মানুষও ভয় ভুলে পথে বেমেছে, আর রাজ্য সরকারের তরফ থেকেও কোনও তৎপরতা দেখা যায়নি। তাই এবার নতুন করে নির্দেশ মানার কথা বলল আদালত।

আরও পড়ুন : Municipal Election: অনিশ্চিত পুরভোট! হাইকোর্টে কমিশন জানিয়ে দিল এখনই বিজ্ঞপ্তি নয়

Next Article