Ayodhya Hills Abhijan: ‘অযোধ্যা পাহাড় চলো’, রাম মন্দির উদ্বোধনের দিনই পুরুলিয়ায় রামসীতা মন্দির গড়ার ডাক

Ram Sita Temple: অযোধ্যা পাহাড় অভিযানের ডাক দিয়েছে হিন্দু মহাসভা। রামমন্দির উদ্বোধনের দিনই ওই কর্মসূচি পালনের কথা জানিয়েছেন চন্দ্রচূড় গোস্বামী। অযোধ্যা পাহাড়ে রামসীতার মন্দির গড়ার দাবিও জানিয়েছেন তিনি। অযোধ্যা পাহাড়ের সঙ্গে রাম, লক্ষ্মণ, সীতার যোগাযোগের প্রসঙ্গ উত্থাপন করে সেখানকার সীতাকুণ্ড রাম-সীতার মন্দির গড়ার দাবি জানিয়েছেন তিনি।

Ayodhya Hills Abhijan: ‘অযোধ্যা পাহাড় চলো’, রাম মন্দির উদ্বোধনের দিনই পুরুলিয়ায় রামসীতা মন্দির গড়ার ডাক
অযোধ্যা পাহাড়Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Dec 23, 2023 | 9:26 PM

কলকাতা: উত্তর প্রদেশের অযোধ্যায় সরযূ নদীর তীরে রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিনই ‘অযোধ্যা পাহাড় চলো’ অভিযান কর্মসূচি পালন করবে অখিল ভারত হিন্দু মহাসভা। ওই সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী শনিবার এই ঘোষণা করেছেন। অযোধ্যা পাহাড়ের সঙ্গে রাম, লক্ষ্মণ, সীতার যোগাযোগের প্রসঙ্গ উত্থাপন করে সেখানকার সীতাকুণ্ড রাম-সীতার মন্দির গড়ার দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে লক্ষ কণ্ঠে গীতাপাঠ নিয়েও উচ্ছ্বসিত তিনি। এই কর্মসূচিতে অংশ নিয়ে রবিবার ব্রিগেডে হাজির থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রসঙ্গে চন্দ্রচূড় বলেছেন, “পশ্চিমবঙ্গের মাটিতে এত বড় ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের এবং পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটি যাতে সাফল্যমন্ডিত হয় তার জন্য অনেক মানুষকে রেজিস্ট্রেশন করতে সাহায্য করেছে হিন্দু মহাসভা।” তবে রামমন্দির উদ্বোধনে বেশি মানুষকে আমন্ত্রণ না জানানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অখিল ভারত হিন্দু মহাসভা। এ বিষয়ে তিনি বলেছেন, “উত্তর প্রদেশের যোগী সরকার প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মাত্র কয়েক হাজার মানুষ, যারা সরকার ঘনিষ্ঠ বা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাদেরই শুধু রাম মন্দির উদঘাটন অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুমতি দিতে চলেছে। এটা খুব দুঃখের যে এই রামমন্দির জনআন্দোলনের পিটিশন আমরা অখিল ভারত হিন্দু মহাসভাই করেছি। অথচ আজ আমরা সেই অনুষ্ঠানে ব্রাত্য। উপযুক্ত সম্মান দিয়ে ডাকা হয়নি আন্দোলনের পুরোধা পুরুষ লালকৃষ্ণ আদবানিজি এবং মুরলী মনোহর যোশীজিকেও।”

এই আক্ষেপের পরই অযোধ্যা পাহাড় অভিযানের ডাক দিয়েছে হিন্দু মহাসভা। রামমন্দির উদ্বোধনের দিনই ওই কর্মসূচি পালনের কথা জানিয়েছেন চন্দ্রচূড় গোস্বামী। অযোধ্যা পাহাড়ে রামসীতার মন্দির গড়ার দাবিও জানিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড় ও সীতাকুণ্ড সংলগ্ন অঞ্চলে “রামসীতা” মন্দির স্থাপন করতে চাই। অযোধ্যা যেমন প্রভু শ্রীরামের জন্মভূমি। সে রকম আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় প্রভু শ্রীরামচন্দ্রের কর্মভূমিও। এখানে প্রভু রাম, দেবী সীতা এবং লক্ষণজি বেশ কিছু দিন সময় কাটান। এমনকি তৃষ্ণার্ত সীতাদেবীকে জল দিতে দিয়ে প্রভু রাম তির দিয়ে ভূগর্ভের সুমিষ্ট জল তুলে আনেন, যা আজ সীতাকুন্ড নামে বিখ্যাত।” এই কর্মসূচি যাতে সফল ভাবে করা যায় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের থেকে সাহায্য প্রার্থনাও করেছেন তিনি।