AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mayor Firhad Hakim: আটকে ছিলেন বাইপাসের ভয়াবহ যানজটে, ‘ঝামা দিয়ে ঘষতে হয়েছে’, বললেন মেয়র

Mayor Firhad Hakim: বৃহস্পতিবার সন্ধ্যায় চিংড়িঘাটা, বেলেঘাটা বিল্ডিং মোড়-সহ একাধিক জায়গায় ব্যাপক যানজট দেখা যায়। একই ছবি শুক্রবারেও। ট্যাক্সি চালক থেকে যাত্রীদের অভিযোগ, এক থেকে দু’কিলোমিটার রাস্তা পেরোতেই সময় লাগছে ২ ঘণ্টারও বেশি সময়।

Mayor Firhad Hakim: আটকে ছিলেন বাইপাসের ভয়াবহ যানজটে, ‘ঝামা দিয়ে ঘষতে হয়েছে’, বললেন মেয়র
কী বলছেন ফিরহাদ? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 01, 2025 | 7:43 PM
Share

সায়ন্ত ভট্টাচার্য ও কৌস্তভ গঙ্গোপাধ্য়ায়ের রিপোর্ট

কলকাতা: বৃহস্পতিবারের পর মুক্তি নেই শুক্রবারেও। শুক্রবারও দিনভর তীব্র যানজট বাইপাসে। চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। সল্টলেক, চিংড়িহাটা, বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে সায়েন্স সিটি আসতে লাগছে দীর্ঘক্ষণ। আম্বেদকর ব্রিজের তোলায় গর্ত তৈরি হওয়াতেই এই যানজটের সৃষ্টি। এদিন ওই গর্ত সাময়িক ভাবে মেরামত করা হলেও, যানজট আটকানো সম্ভব হয়নি। ট্রাফিক পুলিশও নাজেহাল এই যানজট সামাল দিতে।

অবস্থা যে খারাপ তা শুধু কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কানেই গিয়েছে তা নয়, তিনিও ভোগান্তির শিকার হয়েছেন। আর নিজের মুখেই বললেন সে কথা। ইতিমধ্য়েই তিনি সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানিয়েওছেন। ফিরহাদ বলেন, “আমিও গতকাল ইএম বাইপাসে আটকে পড়েছিলাম। কলকাতা পুরসভার সড়ক বিভাগের ডিজিকে বিষয়টি জানাই। তারপর রাস্তা ঝামা দিয়ে ঘষে পরিষ্কার করতে হয়েছে। এরপর জল নেমেছে।” 

বৃহস্পতিবার সন্ধ্যায় চিংড়িঘাটা, বেলেঘাটা বিল্ডিং মোড়-সহ একাধিক জায়গায় ব্যাপক যানজট দেখা যায়। একই ছবি শুক্রবারেও। ট্যাক্সি চালক থেকে যাত্রীদের অভিযোগ, এক থেকে দু’কিলোমিটার রাস্তা পেরোতেই সময় লাগছে ২ ঘণ্টারও বেশি সময়। তবে শুধু যে আম্বেদকর ব্রিজের নিচেই সমস্যা রয়েছে এমনটা নয়, গড়িয়া থেকে রুবি মোড় থেকে ভিআইপি বাজার, সায়েন্স সিটির আশপাশ সর্বত্রই একই অবস্থা। গোটা রাস্তাই খানা-খন্দে ভরা। যা নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের।