Anisur Rahman: ‘একটু বেশিই তাড়াতাড়ি’ প্যারোল পেয়েছেন আনিসুর রহমান, রিপোর্ট তলব হাইকোর্টের

Anisur Rahman: কুরবান শাহ খুন ছাড়াও একাধিক মামলা রয়েছে আনিসুরের বিরুদ্ধে। মোট পাঁচ বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে হাইকোর্টে।

Anisur Rahman: 'একটু বেশিই তাড়াতাড়ি' প্যারোল পেয়েছেন আনিসুর রহমান, রিপোর্ট তলব হাইকোর্টের
আনিসুর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 4:58 PM

কলকাতা: হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। বারবার আদালতে খারিজ হয়েছে আনিসুর রহমানের জামিনের আবেদন। তারপরও কীভাবে এত সহজে প্যারোলে মুক্তি পেলেন পাঁশকুড়ার খুনে অভিযুক্ত আনিসুর, তা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। ২০২০ সালে কুরবান শাহ খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল আনিসুরকে। পরে একাধিকবার জামিনের আর্জি জানান তিনি। একবার মুক্ত হলেও, হাইকোর্টের নির্দেশে ফের জেলে যেতে হয়েছিল তাঁকে। সম্প্রতি ৫ থেকে ৮ জুলাই পর্যন্ত তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করা হয়েছে। কেন প্যারোল দেওয়া হল? তা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট।

আগামিকাল, বৃহস্পতিবারের শুনানিতে এই বিষয়ে রিপোর্ট দেবে রাজ্য। তার আগে পর্যন্ত আনিসুর রহমানকে বাড়ির মধ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, ৪ থেকে ৯ জুলাই অর্থাৎ যে কদিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আনিসুর, তার মধ্যে বাড়ি থেকে বেরলে তার ভিডিয়োগ্রাফি করতে হবে। মৃত কুরবান শাহের পরিবারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

কুরবান শাহ খুন ছাড়াও একাধিক মামলা রয়েছে আনিসুরের বিরুদ্ধে। মোট পাঁচ বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে হাইকোর্টে। ২০২১ সালে রাজ্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, আনিসুরের বিরুদ্ধে হওয়া সব মামলা তুলে নিতে চায় সরকার। এরপর তমলুক আদালত মুক্তিও দিয়েছিল আনিসুরকে। কিন্তু হাইকোর্টে মামলা হলে, নিম্ন আদালতের সেই নির্দেশ খারিজ হয়ে যায়। ফের জেলে যেতে হয় ওই অভিযুক্তকে। আনিসুরের পিছনে রাজ্যের মদত আছে, এমন মন্তব্যও করেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সিটি সেশন কোর্টের চিফ জাজ এই মামলার বিচার করবে।

৩ জুন প্যারোলের আবেদন জানিয়েছিলেন আনিসুর। জানা গিয়েছে, সে দিনই তাঁর আবেদন গৃহীত হয়। তাঁকে প্যারোলের অনুমতি দেন আই জি কারা। কতজনকে এভাবে প্যারোলের অনুমতি দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী। রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মায়ের অসুস্থতার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে আনিসুরকে।

সব পক্ষের বক্তব্য শুনে এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, একইদিনে আবেদন, আবার সেদিনই আবেদন গৃহীত হল! এটা একটু বেশিই তাড়াতাড়ি। প্যারোলে মুক্তি পাওয়া উচিত কি না তার থেকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।

ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত