Gas Aadhar Link: গ্যাস-আধার লিঙ্ক করাতে টাকা কি দিতেই হবে? কী বলছে গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 20, 2023 | 5:45 PM

অভিযোগ উঠছে, গ্যাসের বায়োমেট্রিক করাতে গিয়ে এবার নতুন করে লুঠ শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। কোথাও ২০০, কোথাও ৪০০ কোথাও আবার ৫০০ টাকা অবধি চাওয়া হচ্ছে বলে অভিযোগ। কোথাও বলা হচ্ছে অ্যাপ্রনের কথা, কোথাও বলা হচ্ছে পাইপের কথা। বলা হচ্ছে এগুলি বাধ্যতামূলক, এমন অভিযোগও উঠছে।

Gas Aadhar Link: গ্যাস-আধার লিঙ্ক করাতে টাকা কি দিতেই হবে? কী বলছে গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থা
গ্যাসের বায়োমেট্রিকে বিভিন্ন জায়গায় টাকা চাওয়ার অভিযোগ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: গ্যাসের দোকানে বায়োমেট্রিকের কাজ চলছে। কনজিউমার আইডির সঙ্গে লিঙ্ক করা হচ্ছে আধার কার্ড। আর এই কাজ করাতে গিয়েই নদিয়ার কৃষ্ণনগরে রাজ্যের মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ উঠেছে। অভিযোগ, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাসের সংস্থা ২০০ টাকা করে নিচ্ছে এই কাজের জন্য। শুধু কৃষ্ণনগরের ঘটনাই নয়, এই অভিযোগ আসছে একাধিক জেলা থেকেই। কেউ কেউ ১৯০ টাকা নিচ্ছেন। তাঁরা বলছেন, সুরক্ষা পাইপের জন্য এই টাকা নেওয়া হচ্ছে। কিন্তু সত্যিই কি এই টাকা নিতে পারে ডিস্ট্রিবিউটররা?

অভিযোগ উঠছে, গ্যাসের বায়োমেট্রিক করাতে গিয়ে এবার নতুন করে লুঠ শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। কোথাও ২০০, কোথাও ৪০০ কোথাও আবার ৫০০ টাকা অবধি চাওয়া হচ্ছে বলে অভিযোগ। কোথাও বলা হচ্ছে অ্যাপ্রনের কথা, কোথাও বলা হচ্ছে পাইপের কথা। বলা হচ্ছে এগুলি বাধ্যতামূলক, এমন অভিযোগও উঠছে।

এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিজন বিশ্বাসের কথায়, “১৯০ টাকার কথা যে বলা হচ্ছে সুরক্ষা হোসের জন্য, সেই হোস সকলকে নিতে বলা হয়। কারণ এটা সেফটি মাধ্যম। তবে এটা একেবারেই বাধ্যতামূলক নয়। অন্য কোনও কারণে নয়। তবে কোনও কারণেই গ্যাসস সরবরাহ বন্ধ হবে না।” একইসঙ্গে তিনি জানান, এখনও অবধি তেল কোম্পানিগুলি যা জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে আধার লিঙ্ক করতে হবে।

Next Article