হাওড়া: সিটের আবেদন মঞ্জুর করল উলুবেড়িয়া আদালত। আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কোর্ট। আনিস মৃত্যুকাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য এবং হোমগার্ড কাশীনাথ বেরাকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। রাজ্যের তৈরি সিটের তরফে এ দিন আনিসের দেহের দ্বিতীয় ময়না তদন্তের আর্জি জানানো হয়। পাশাপাশি মূল অভিযুক্তকে শনাক্তকরণের প্যারেড বা টিআই প্যারেড করার আবেদনও জানানো হয়েছে। একইসঙ্গে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানায় পুলিশ। সেই আবেদনের ভিত্তিতেই দুই অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে টিআই প্যারেডের আবেদন মঞ্জুর করেন বিচারক। অন্যদিকে এদিনই কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আপাতত সিটই এই ঘটনার তদন্ত করবে। দ্বিতীয়বার ময়না তদন্তেরও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
আনিস খানের বাবা সালেম খান এদিনও দাবি করেন, নিরপেক্ষ তদন্ত করতে হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়েই তদন্ত করাতে হবে। সালেম খানের বক্তব্য, “যারা গ্রেফতার হয়েছে তারা বলছে বলির পাঁঠা করা হয়েছে। বলির পাঁঠা ওসি তৈরি করেছে। তা হলে ওসিকে ধরার জন্য, এর উপরে কে আছে তা জানার জন্য সিবিআই তদন্ত দরকার। আমি সেটাই চাই।”
হাইকোর্টের পর্যবেক্ষণ, সবেমাত্র সিট তদন্তভার নিয়েছে। তারা তদন্ত শুরু করেছে। ফলে তদন্ত সঠিক পথে এগোচ্ছে কি না তা এখনই বলা সম্ভব নয়। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যাবতীয় ডিজিটাল তথ্য, হাতের ছাপ, মোবাইল ফোনে থাকা সমস্ত কিছু সংরক্ষিত করতে হবে। সিটের তদন্তের গতিপ্রকৃতি আগামী দু’ সপ্তাহের মধ্যে জানাতে হবে আদালতকে।