HS Result: পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হচ্ছে, তারিখ জানাল বোর্ড
HS Result: ফোর্থ সেমিস্টার শুরু হবে ১২ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি মাধ্য়মিকের অপশনাল ইলেক্টিভ পরীক্ষা রয়েছে। পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত।

কলকাতা: পরের বছর উচ্চমাধ্য়মিক পরীক্ষা হবে সেমিস্টার বেসিসে। আর সেই দিন ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তৃতীয় সেমিস্টার শুরু হবে ৪ সেপ্টেম্বর, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ফোর্থ সেমিস্টার শুরু হবে ১২ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি মাধ্য়মিকের অপশনাল ইলেক্টিভ পরীক্ষা রয়েছে। পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত।
চলতি বছরে পরীক্ষার ৫০ দিনের মাথায় রেজাল্ট বার করল বোর্ড। এবছর ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন পরীক্ষা দিয়েছিল। পাশের হার এবছর ৯০.৭৯ শতাংশ। গতবার পাশের হার ছিল ৯০ শতাংশ। ছেলেদের পাশের হার ৯২. ৩। মেয়েদের পাশের হার ৮৮.১৮। পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি, ৯৫.৭৪ শতাংশ।

