কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে বড়সড় রদবদল পুলিশের (West Bengal Police)। ৫১ জন আইপিএস অফিসারকে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর (Home and Hill Affairs Department) থেকে। কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন গোয়েন্দা প্রধান হলেন শঙ্খশুভ্র চক্রবর্তী। এতদিন পর্যন্ত গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মুরলীধর শর্মা। তাঁকে এবার করা হল অতিরিক্ত কমিশনার। পাশাপাশি নতুন যুগ্ম কমিশনার (সদর) পদে নিয়ে আসা হচ্ছে সন্তোষ পান্ডেকে। জ্ঞানবন্ত সিংকে এসটিএফ-এর এডিজি পদ থেকে সশস্ত্র বাহিনীর এডিজি পদে বদলি করা হচ্ছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বদলির কথা জানানো হয়েছে।
বদলির তালিকায় রয়েছে জেলার বেশ কিছু পদও। যেমন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলি করা হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার করে। পশ্চিম মেদিনীপুরের এসপি দীনেশ কুমারকে বদলি করা হচ্ছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে। এর পাশাপাশি জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ভোলা পাণ্ডেকেও বদলি করা হচ্ছে। সেই জায়গায় জঙ্গিপুর পুলিশ জেলার নতুন এসপি করা হচ্ছে রাহুল গোস্বামীকে। উল্লেখ্য, কিছুদিন আগেই সাগরদিঘিতে উপনির্বাচন ছিল। সেই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র এই জঙ্গিপুর পুলিশ জেলারই অন্তর্গত।
মিরাজ খালিদকে বাঁকুড়া রেঞ্জের ডিআইজি পদ থেকে পুরুলিয়ার ডিআইজি করে পাঠানো হচ্ছে। বিধাননগর পুলিশের ডিসি প্রবীণ প্রকাশকে দার্জিলিঙের এসপি পদে বদলি করা হচ্ছে। সব মিলিয়ে ব্যাপক রদবদল করা হচ্ছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের আইপিএস পদমর্যাদার অফিসারদের মধ্যে। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। অতীতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময়ে হিংসা ও অশান্তির অভিযোগ বার বার তুলেছে বিরোধী দলগুলি। সেই সময়ে এই বদলি স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।